নাটোরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রী সুমাইয়া হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে নিস্পত্তির আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।
নাটোরের জেলা প্রশাসক মোহম্মদ শাহরিয়াজ রবিবার বিকালে শহরের বলাড়িপাড়া মহল্লায় নিহত সুমাইয়ার বাড়িতে গিয়ে তার মাসহ পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।
এসময় সুমাইয়ার মা নুজহাত সুলতানা দ্রুত সময়ের মধ্যে ন্যায় বিচারের দাবি জানালে জেলা প্রশাসক চার্জশীট প্রদানের পর দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিশ্চিত করার আশ্বাস দেন।
নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমও (ইউএনও) এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২২ জুন শশুরবাড়ি নাটোর শহরের হরিশপুর এলাকায় অস্বাভাবিক মৃত্যু হয় ঢাবি ছাত্রী সুমাইয়ার। এ মামলার প্রধান আসামি স্বামী মোস্তাকসহ সবাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।