আগামী ২৫ জানুয়ারি দিনাজপুরে বড় পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। এতে ১৪টি সাংগঠনিক শাখার তৃণমূলের ১০ হাজার ও আশপাশের এলাকার বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেবেন বলে আশা করেছেন সংগঠনের নেতারা।
আগামী শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে শুরু হবে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান।
এছাড়াও উপস্থিত থাকার কথা রয়েছে সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেনের।
সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় পাহাড়পুরস্থ নিজস্ব দলীয় কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানিয়েছেন জেলা কমিটির আমির অধ্যক্ষ আনিসুর রহমান।
আরও পড়ুন: জাতিসংঘের নির্বাচনী চাহিদা মূল্যায়ন মিশনের সঙ্গে জামায়াতের বৈঠক
এ সময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আইনজীবী মাহবুবুর রহমান ভুট্টো, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বর্তমানে জামায়াতে ইসলামীর জেলা কমিটির সহকারী সেক্রেটারি রাজিবুর রহমান পলাশ ও কমিটির আমীর সিরাজুস সালেহীন।
জামায়াতে ইসলামীর জেলা কমিটির আমির অধ্যক্ষ আনিসুর রহমান জানান, ২০০৪ সালে সর্বশেষ কর্মী সম্মেলন করেছিলেন তারা। ২০ বছর পর আগামী ২৫ জানুয়ারি দিনাজপুর গোর-এ শহীদ বড়মাঠে এই প্রথমবারের মতো বড় পরিসরে কর্মী সম্মেলনের আয়োজন করেছেন তারা।
এতে ১৪টি সাংগঠনিক শাখার তুনমূলের ১০ হাজার নেতাকর্মী ও পৃথক পর্দায় লক্ষাধিক নারী কর্মীসহ আশপাশের মিলে আড়াই লাখ নেতাকর্মী সমর্থকের উপস্থিতির ব্যবস্থা করেছেন তারা।
এজন্য শতাধিক বাস, ট্রাকসহ ছোট-বড় মিলিয়ে বিভিন্ন ধরনের অসংখ্য যানবাহন মোটরসাইকেল আসবে সমাবেশে। এসব নিয়ন্ত্রণে শহরের বিভিন্ন পয়েন্টে কাজ করবে ৫ শতকের মতো স্বেচ্ছাসেবীসহ মেডিকেল টিম।
জেলা কমিটির আমির অধ্যক্ষ আনিসুর রহমান আরও বলেন, ‘সুশৃঙ্খলভাবে কর্মী সম্মেলন সফল করতে চাই।’
আরও পড়ুন: চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে: জামায়াতের আমির