সোমবার বেলা পৌনে ২টার দিকে তিনি ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) একটি ট্রাক থেকে ৪৫ টাকা দরে এক কেজি পেঁয়াজ কেনেন।
এর আগে বেলা ১২টায় নগরের ক্বিনব্রিজের নিচে ট্রাকসেলের লাইনে দাঁড়ান মেয়র আরিফ। এসময় মেয়রকে দেখে অনেকটাই অবাক হন সাধারণ ক্রেতারা। মেয়র লাইনে দাঁড়ানোর পর সিসিকের কয়েকজন কাউন্সিলরও লাইনে দাঁড়িয়ে পেঁয়াজ সংগ্রহ করেছেন।
এ বিষয়ে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘বর্তমানে দেশে পেঁয়াজের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে, আমার নিজেরও ক্রয় ক্ষমতার বাইরে। পেঁয়াজের জন্য মানুষ অস্থির। আমার ঘরেও নেই পেঁয়াজ। ৪৫ টাকায় টিসিবি পেঁয়াজ বিক্রি করছে খবর পেয়েই এখানে আসি। এখন জনসাধারণের সাথে আমিও পেঁয়াজ কিনতে লাইনে দাঁড়িয়েছি।’
উল্লেখ্য,সোমবার সকাল ১০টা থেকে নগরের কবি নজরুল অডিটোরিয়াম এলাকা, কিন ব্রিজের মোড় ও বঙ্গবীর রোডের মার্কাস পয়েন্টে ৩টি ট্রাকের মাধ্যমে পেঁয়াজ বিক্রি শুরু হয়। নির্ধারিত সময়ের অনেক আগে থেকে লোকে লোকারণ্য হয়ে ওঠে পেঁয়াজ বিক্রির পয়েন্টগুলো। এসময়ে দীর্ঘ লাইন দেখা যায়। আদালতের নির্দেশনা অনুসারে র্যাবের অভিযানে আটক ভারত থেকে অবৈধপথে আসা ৭ টন পেঁয়াজ সেখানে বিক্রি করা হয়।
টিসিবি সিলেটের পরিদর্শক মো. ইসমাইল মজুমদার বলেন, সকাল থেকেই আমরা খোলাবাজারে পেঁয়াজ বিক্রি শুরু করেছি। আমাদের ডিলার সরকার নির্ধারিত মূল্যে নগরের ৩টি পয়েন্টে ৩টি ট্রাকের মাধ্যমে পেঁয়াজ বিক্রি করছে।