ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে সমাজের অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ করেছে পিছিয়েপড়া জনগোষ্ঠীকে নিয়ে কাজ করা সামাজিক সংগঠন ‘পীরগাছা সোসাইটি’।
রবিবার (৩০ মার্চ) দুপুর ১টায় রংপুরের পীরগাছা উপজেলার তানজিমুল হিকমাহ মাদরাসা প্রাঙ্গণে এসব সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনটির সভাপতি আবু জায়েদ আনসারীর সভাপতিত্বে ও সেক্রেটারি ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সোসাইটির সহসভাপতি খাইরুল মোস্তাক সুমন, সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী বেলায়েত হোসেন শান্ত।
আরও পড়ুন: বোয়ালমারীর ১০ গ্রামে ঈদের নামাজ আদায়
জায়েদ আনসারী বলেন, সমাজের পিছিয়েপড়া মানুষদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে আজকের এই আয়োজন। সবার জন্য ঈদের আনন্দ সমান ও একই হলেও সামাজিক সঠিক ব্যবস্থাপনা না থাকায় অনেক নিম্নআয়ের ও অসহায় মানুষ তা থেকে বঞ্চিত হন। পীরগাছা সোসাইটি মানুষের মাঝে ‘সবার জন্য ঈদ’ এই প্রত্যয়ে এমন উদ্যোগ গ্রহণ করেছে
তিনি আরও বলেন, ‘অসহায় ও দুস্থ মানুষদের অনেকেই অর্থাভাবে সন্তান ও পরিবারের সদস্যদের নিয়ে ঈদের আনন্দ থেকে বঞ্চিত হন। আমরা পীরগাছা সোসাইটির পক্ষ থকে সামান্য উদ্যোগ গ্রহণের মাধ্যমে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।’