নওগাঁ, ২৫ সেপ্টেম্বর (ইউএনবি)- জেলার রাণীনগর উপজেলার ঝিনা ও দেউলা গ্রামের পৃথক স্থান থেকে বুধবার বিকালে দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
তারা হলেন- উপজেলার ঝিনা কুমোরীয়াপাড়া গ্রামের জমসেদ প্রামানিকের ছেলে সোহেল রানা (২৮) ও দেউলা মানিকহার পুকুরপাড়া গ্রামের মৃত বসন্ত চন্দ্র সরকারের ছেলে উত্তম কুমার সরকার (৫৫)।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল হক জানান, স্থানীয় গ্রামবাসীদের মারফতে খবর পেয়ে পৃথক ঘটনাস্থল থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তবে, কী কারণে তারা মারা গেছে সে বিষয়ে কিছু জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে হত্যা না কী আত্মহত্যা সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে, বলেন তিনি।