বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর অগে বুধবার দুপুরে আইইবির কর্মকর্তাদের সহযোগিতায় নদী গবেষণার ক্যাম্পে গিয়ে পরিচালককে উদ্ধার করে পুলিশ।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, ‘কোনো কারণ ছাড়া নদী গবেষণার বর্তমান মহাপরিচালকের নির্দেশে প্রতিষ্ঠানটির পরিচালককে তার বাসায় বিদ্যুত ও পানির লাইন বন্ধ করে তালাবদ্ধ করে রাখা হয়েছে। যা সম্পূর্ণ বেআইনি। আমরা এর সুষ্ঠু বিচার দাবি করছি।’
তবে এ বিষয়ে নদী গবেষণার মহাপরিচালক মো. আলিমউদ্দিন বলেন, ‘পরিচালককে অবরুদ্ধের বিষয়টি আমার জানা নেই। কেনো বা কারা তাকে অবরুদ্ধ করেছে সেটাও জানি না।’
ফরিদপুর কোতয়ালী থানার ওসি মোরশেদ আলম বলেন, ‘প্রকৌশলী মো. লুৎফর রহমান অনেকদিন পর নিজ বাসায় আসার কারণে তাকে বাড়ির ভেতরে রাখতেই তালাবদ্ধ করা হয়েছে বলে আমাদের জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তকর্তারা। পরে পরিচালকের সাথে কথা বলে পুলিশ সদস্যরা তাকে সেখান থেকে উদ্ধার করে।’