নিহতরা হলেন- বাদল মিয়ার স্ত্রী নাজমা বেগম (৪৫), তাইজুল ইসলাম (৫৭) এবং তার স্ত্রী মনোয়ারা বেগম (৫০)।
স্থানীয়দের বরাত দিয়ে শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, বাদল ও তার পরিবার ওই এলাকার তাইজুল ইসলামের ভাড়া বাড়িতে থাকতেন।
সকালে পারিবারিক বিষয়ে বাদল ও তার স্ত্রী নাজমার মধ্যে বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে বাদল তার স্ত্রীকে ছুরি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি জানান, নাজমার চিৎকার শুনে বাদল মিয়ার ছেলে সোহাগ মিয়া (২৪), তাইজুল ও মনোয়ারা এবং তাদের মেয়ে কুলসুম বেগম সেখানে উপস্থিত হয়ে বাদলকে শান্ত করার চেষ্টা করেন।
কিন্তু বাদল ধারাল অস্ত্র দিয়ে আঘাত করলে তাইজুল ও মনোয়ারা নিহত হন। এতে সোহাগ ও কুলসুম গুরুতর আহত হন। পরে তাদের নরসিংদী জেনারেল হাসপাতালে নেয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল এসে বাদলকে গ্রেপ্তার করে।