গোপালভোগ জাতের আম সংগ্রহের মধ্য দিয়ে আজ শনিবার (২০ মে) থেকে নাটোরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে চলতি মৌসুমের আম সংগ্রহ কার্যক্রম।
শনিবার সকালে গুরুদাসপুর উপজেলার কোলা চাপিলা গ্রামের একটি বাগানে আম পেড়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমটির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।
এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়সহ বাগান মালিক ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ বছর নাটোর জেলার ১৩ হাজার ২৮০টি বাগান থেকে ৭৫০ কোটি টাকার আম উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে আমের বাম্পার ফলন