চলতি মৌসুমে ১৩ হাজার টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে নাটোরের লালপুর নর্থ বেঙ্গল সুগার মিলে আখ মাড়াই মৌসুমের কার্যক্রম শুরু হয়েছে।
শুক্রবার (১০ নভেম্বর) বিকালে মিলের সুগার কেইন কেরিয়ারে আখ নিক্ষেপের মধ্য দিয়ে আখ মাড়াইয়ের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
আরও পড়ুন: আখের অভাবে জয়পুরহাট চিনিকলের উৎপাদন বন্ধ
দেশে চিনির সংকটের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাড়াই শুরু করে।
এ সময় উপস্থিত ছিলেন- এ সময় নর্থ বেঙ্গল সুগার মিলের খবির উদ্দিন মোল্লাসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।
এ বছর মিলটি দুই লাখ টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। লক্ষ্যমাত্রা অর্জন হলে মিলটি লাভের মুখ দেখবে বলে আশা করছে মিল কর্তৃপক্ষ।
গত মৌসুমে নর্থ বেঙ্গল সুগার মিলের লোকসান হয়েছিল ১৮ কোটি ২৩ লাখ টাকা।