নাটোর, ০৪ আগস্ট (ইউএনবি)- নাটোরের সিংড়ায় আপন চাচার বিরুদ্ধে ভাতিজিকে যৌন নির্যাতনের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে।
সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, রবিবার দুপুরে উপজেলার দোওগাছা গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে কলেজছাত্রী রেশমি খাতুনকে বাসায় রেখে পরিবারের অন্য সদস্যরা পাশের পাকুড়িয়া গ্রামে এক আত্মীয়র জানাযাতে অংশ নিতে যান।
এ সময় রেশমিকে বাসায় একা পেয়ে যৌন নির্যাতন চালায় চাচা শাহাদৎ হোসেন। পরে বিষয়টি জানাজানি হওয়ার ভয়ে ভাতিজির গলায় ওড়না পেঁচিয়ে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখে পালিয়ে যায় সে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং শাহাদতকে আটক করে।
ওসি জানান, শাহাদত যৌন নির্যাতন ও হত্যার কথা স্বীকার করেছে।