নাটোরের লালপুরে নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২ জুন) সকাল উপজেলার কচুয়া গ্রামের কৃষক রইজুল ইসলামের বাড়িতে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কৃষক রইজুল ইসলামের বাড়িতে সকাল থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন। জানালা দিয়ে উঁকি দিয়ে তারা ফাতেমা বেগমকে (২৮) গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন। পরে পাশের তামাক পোড়ানোর ঘরে রইজুল ইসলামের (৪৩) লাশ একইভাবে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন তারা।
আরও পড়ুন: মাগুরায় সরকারি বাসভবন থেকে নারীকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় বলে জানান স্থানীয়রা। পারিবারিক কলহের কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে ধারণা করছেন তারা।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুজ্জামান জানান, ঘটনা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।