নাটোরের লালপুরে ৭ ঘণ্টার ব্যবধানে ১৫ কিলোমিটারের মধ্যে দুটি ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুতির ঘটনা ঘটেছে।
শুক্রবার (১১ এপ্রিল) দিবাগত রাত ৪টার দিকে লালপুর উপজেলার আঙ্গারিপাড়া এলাকায় ঈশ্বরদী বাইপাস স্টেশনের কাছে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হয়।
আব্দুলপুর স্টেশন মাস্টার জিয়াউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় মহানগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত
তিনি বলেন, ভোর ৬টার দিকে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন গিয়ে ইঞ্জিনটি লাইনে উঠালে ট্রেনটি গন্তব্যে ছেড়ে যায়।
এর আগে একই দিন রাত সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী থেকে রাজশাহীগামী রাজশাহী এক্সপ্রেস একই উপজেলার বাওড়া সেতু এলাকায় পৌঁছালে ইঞ্জিন লাইনচ্যুত হয়। এর ফলে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ করে ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়। সকালে উদ্ধারকারী ট্রেন গিয়ে দুপুর ১টার দিকে ইঞ্জিনটি অপসারণ করেছিল।