নড়াইল সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ তিন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে সোমবার জানা গেছে।
এ নিয়ে জেলায় সাত চিকিৎসকসহ করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ১৩ জনে।
এর আগে, রবিবার নড়াইল জেলা প্রশাসকের সহকারী দুলাল হোসেনের করোনা পজেটিভ ধরা পড়ে।
জেলা সিভিল সার্জন ডা. আবদুল মোমেন জানান, যশোর ল্যাবে এ পর্যন্ত জেলার ২১৩টি নমুনা পাঠানো হয়েছে। সোমবার সকাল ৯টা পর্যন্ত ৯৪টির রিপোর্ট পাওয়া গেছে। যার মধ্যে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কুমার, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসক আবদুল মান্নান ও চিকিৎসক প্রশান্ত মল্লিকের নমুনা পজেটিভ এসেছে। আক্রান্তরা নিজ নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।
লকডাউনের ব্যাপারে তিনি বলেন, নড়াইল শহরে আক্রান্তদের নির্দিষ্ট এলাকা লকডাউন করা হয়েছে।
নড়াইলে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি লোহাগড়ার সৈয়দ সুজন ইতোমধ্যে সুস্থ হয়েছেন। বাকিরা মোটামুটি ভালো আছেন, বলেন তিনি।