জেলা সিভিল সার্জন
নারায়ণগঞ্জে লাইসেন্সবিহীন ১১ হাসপাতাল-ক্লিনিক বন্ধের নির্দেশ
নারায়ণগঞ্জের লাইসেন্সবিহীন ১১টি হাসপাতাল ও ক্লিনিক বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা সিভিল সার্জন। বুধবার(২৪ জানুয়ারি) জেলা সিভিল সার্জন ডা. এএফএম মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমাদের কাছে স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনা এসেছে। জেলার মোট ২০০ হাসপাতাল ও ক্লিনিকের মধ্যে সনদ না থাকা ১১টি বন্ধ রাখার নির্দেশ পাঠিয়েছি। এ ছাড়াও তালিকার বাইরে কোনো প্রতিষ্ঠান আছে কি না তা দেখার জন্যও আমরা অভিযান চালাচ্ছি।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে গ্যাস সংকট পুঁজি করে সিলিন্ডার ও বৈদ্যুতিক চুলার দাম বাড়াচ্ছে ব্যবসায়ীরা
এর আগে মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন সারাদেশে লাইসেন্সবিহীন বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক বন্ধের নির্দেশ দেন। প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
তিনি বলেন, ‘আমি নিজেও লাইসেন্সবিহীন হাসপাতালে ভুক্তভোগী। সুতরাং আমি কখনই এই বিষয়ে ছাড় দেব না। দুর্নীতির বিরুদ্ধে আমার অবস্থান থাকবে। অনুমোদনহীন হাসপাতালকেও ছাড় দেওয়া হবে না।’
আরও পড়ুন: নারায়ণগঞ্জে বাসে টাইম বোমার মতো বস্তু উদ্ধার
৯ মাস আগে
মাগুরায় করোনার টিকাদান কার্যক্রম বন্ধ
সরবরাহের অভাবে মাগুরা জেলায় করোনা টিকাদান কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
সোমবার মাগুরা জেলা সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেয়ান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করোনা টিকার মজুত শেষ হওয়ায় রবিবার জেলায় টিকাদান কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। টিকা নিতে এসে অনেকেই ফিরে যাচ্ছেন। দ্বিতীয় ডোজের টিকা না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন অনেকেই। এ কারণে দ্বিতীয় দফায় টিকা পাওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন মানুষ।
আরও পড়ুন: চীন থেকে দেড় কোটি টিকা ক্রয় করবে সরকার
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় টিকা নিতে নিবন্ধন করেছেন ৭৯ হাজার ৯০৫ জন। গত ২৪ জানুয়ারি থেকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতাল, শ্রীপুর, মহম্মদপুর ও শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ৬টি বুথে একযোগে করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়।
আরও পড়ুন: বাংলাদেশকে আরও ৬ লাখ টিকা উপহার দেবে চীন
টিকার মজুত শেষ হয়ে যাওয়ায় ৩০ মে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় টিকাদান কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। ওই সময় পর্যন্ত জেলায় প্রথম ডোজের টিকা নিয়েছেন ৪৮ হাজার ৪৪৫ জন। আর ২৮ হাজার ৫৯৬ জন নিয়েছেন দ্বিতীয় ডোজের টিকা। এরপরই টিকার মজুত শেষ হয়ে যায়। সেই হিসাবে নিবন্ধিত ১ হাজার ৬৫৫ জন দ্বিতীয় ডোজের টিকা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন।
আরও পড়ুন: রাশিয়ার টিকা 'স্পুটনিক ভি’ ব্যবহারের অনুমোদন দিল বাংলাদেশ
সোমবার মাগুরা সদর হাসপাতালের করোনা টিকাদান বুথে গিয়ে দেখা যায়, ফটকে বিজ্ঞপ্তি ঝুলছে। তাতে লেখা আছে, ‘কোভিড-১৯ টিকাদান কার্যক্রম আপাতত সাময়িকভাবে বন্ধ থাকবে। ধন্যবাদান্তে সিভিল সার্জন, মাগুরা।’
টিকা নিতে আসা বেরইল গ্রামের তাপস বিশ্বাস (৫৪) বলেন, ‘রবিবার মোবাইলফোনে টিকা নেয়ার তারিখ জানিয়ে মেসেজ দিল। সেই বার্তা পেয়ে সোমবার হাসপাতালে এসে দেখি টিকা দেওয়া বন্ধ করে দেয়া হয়েছে। কবে টিকা পাব, তাও কেউ খুলে বলছে না।’
সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, গবেষণার জন্য সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) ৩৫০ জনের রক্ত নিয়েছে। তাদের জন্য টিকার ৩৫টি ভায়াল (শিশি) রাখা হয়েছে। তাদের কাছ থেকে দুই বছর পর্যন্ত রক্তের নমুনা সংগ্রহ করে অ্যান্টিবডি পরীক্ষা করা হবে।
সিভিল সার্জন শহীদুল্লাহ দেয়ান বলেন, জেলায় ৭৮ হাজার ২৫০ ভায়াল করোনা টিকা বরাদ্দ পাওয়া গিয়েছিল; তা শেষ হয়ে গেছে। এ কারণে রবিবার থেকে জেলায় করোনা টিকা দেয়ার কার্যক্রম সাময়িক বন্ধ করে দেয়া হয়েছে। বরাদ্দ পেলেই আবার টিকাদান কার্যক্রম শুরু করা হবে।
তবে, কবে নাগাদ তা আসবে তিনি জানাতে পারেননি।
এদিকে, মাগুরায় রবিবার পর্যন্ত ৭ হাজার ৮৮২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। ১ হাজার ২৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫.৯ শতাংশ। তাদের মধ্যে ১ হাজার ২৩০ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। আর করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ২৪ জন। সংক্রমিত মৃত্যুর হার ১ দশমিক ৯১।
৩ বছর আগে
লক্ষ্মীপুরে ৩ ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালকে জরিমানা
লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে তিনটি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
৩ বছর আগে
মাশরাফির বাবা-মা করোনায় আক্রান্ত
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মূর্তজার বাবা-মা, মামী ও ছোট ভাইয়ের স্ত্রীসহ নড়াইলে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
৪ বছর আগে
চাঁদপুরে শ্বাসকষ্ট, জ্বর নিয়ে একজনের মৃত্যু
চাঁদপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে শ্বাসকষ্ট, জ্বর ও কাশি নিয়ে একজনের মৃত্যু হয়েছে।
৪ বছর আগে
ফেনীতে এক দিনে ৪৪ জনের করোনা শনাক্ত
ফেনীতে এক দিনে আরও ৪৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
৪ বছর আগে
নীলফামারীতে ব্যাংক কর্মকর্তাসহ ৬ জনের করোনা শনাক্ত
নীলফামারীতে দুই ব্যাংক কর্মকর্তা ও এক শিশুসহ ছয়জনের করোনা শনাক্ত হয়েছে।
৪ বছর আগে
মুন্সিগঞ্জে স্বাস্থ্য বিভাগের ১৩ কর্মীসহ করোনা আক্রান্ত ১১২
মুন্সিগঞ্জে স্বাস্থ্য বিভাগের চিকিৎসক, স্যানেটারি ইন্সপেক্টর, স্বাস্থ্যকর্মী, তথ্য অফিসার ও বিদ্যুৎকর্মীসহ ১১২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
৪ বছর আগে
নড়াইলে আরও ৩ চিকিৎসক করোনা আক্রান্ত
নড়াইল সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ তিন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে সোমবার জানা গেছে।
৪ বছর আগে
চাঁদপুরে আরও একজন করোনায় আক্রান্ত
চাঁদপুরে করোনাভাইরাসে আরও একজন আক্রান্ত হয়েছেন বলে শুক্রবার জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ।
নতুন আক্রান্ত শরীফুল ইসলাম ফরিদগঞ্জ উপজেলার বইচাতলি গ্রামের শফিকুল ইসলাম ভূঁইয়ার ছেলে। তিনি করোনার উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ থেকে বাড়িতে আসেন।
তিনি চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে রয়েছে বলে জানিয়েছেন আবাসকি চিকিৎসক ডা. সুজাউদ্দৗলা রুবেল।
সিভিল সার্জনের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা ১১। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে চারজন ভর্তি রয়েছেন।
জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আগত ও আক্রান্তদের সংস্পর্শে যাওয়া ১ হাজার ২৬৩ জন হোম কোয়ারেন্টাইনে আছেন।
৪ বছর আগে