একদিকে করোনা অন্যদিকে ল্যাম্পি স্কিন রোগে দিশেহারা ক্ষুদ্র খামারিসহ গরু পালনকারীরা। এই সুযোগে ওষুধের নির্ধারিত দামের চেয়ে দ্বিগুণ এমনকি তিনগুণেরও বেশি দামে বিক্রি করা হচ্ছে। ল্যাম্পি স্কিন রোগ থেকে গরু বাঁচাতে নিরুপায় হয়ে অসহায় দরিদ্র কৃষকরা অতিরিক্ত দাম দিয়েই এসব ওষুধ কিনছেন।
বিষয়টি নজরে আসলে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) পঞ্চগড়ের কর্মকর্তারা মঙ্গলবার সন্ধ্যায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়।
অভিযানে দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ বাজারের হাসিবুল ড্রাগ হাউজে ল্যাম্পি স্কিন রোগের ওষুধের প্যাকেটের গায়ের নির্ধারিত মূল্যের চেয়ে দাম দ্বিগুণ নেয়ার প্রমাণ পাওয়ায় ওই ওষুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১০ হাজার টাকা জরিমানা করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান।
যেসব ব্যবসায়ী সাধারণ মানুষকে জিম্মি করে অতিরিক্ত টাকা আদায় করছে তাদের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে এনএসআই।
এসময়, অন্যান্যদের মধ্যে দেবীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আনোয়ারুল কবির, দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলমসহ পুলিশ ও এনএসআই পঞ্চগড়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।