নেত্রকোণার পূর্বধলা উপজেলায় ভারতীয় মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে থেকে ১০ বোতল মদ জব্দ করা হয়।
শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ৯টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিম মহাসড়কের পূর্বধলার গোজাখালী কান্দা বাজার থেকে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল ইসলাম।
গ্রেপ্তার দুই মাদক কারবারি হলেন- নেত্রকোণার দুর্গাপুর উপজেলার ফেছিয়া পাথারিয়া গ্রামের হযরত আলী ছেলে ইমন মিয়া ওরফে হাসান (২০) ও একই এলাকার আব্দুল হাকিমের ছেলে নাজমুল মিয়া (৩২)।
আরও পড়ুন: দৌলতপুর সীমান্তে মাদকসহ তিন ভারতীয় আটক
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের গোজাখালী কান্দা বাজারে সন্দেহজনক একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত অটো রিকশা তল্লাশি করে ১০ বোতল ভারতীয় মদসহ ওই দুজন কারবারিকে আটক করে। জব্দ করা মদের বাজারমূল্য আনুমানিক ২০ হাজার টাকা।
ওসি মোহাম্মদ নূরুল ইসলাম বলেন, হাসান ও নাজমুল দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে দুর্গাপুর সীমান্ত এলাকা থেকে ভারতীয় মদ অবৈধ পন্থায় সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় কেনাবেচা করে আসছিলেন। তাদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে কোর্টে চালান দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বুধবার (১৬ এপ্রিল) একই স্থানে সিএনজি চালিত অটোরিকশায় তল্লাশি করে সাত বোতল ভারতীয় মদসহ মাদক কারবারি ফারজানা খাতুন ঝুমা নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ওই তরুণী নেত্রকোণার দুর্গাপুর উপজেলার কেরনখলা গ্রামের রজব আলী মেয়ে। পরে মাদক মামলায় তাকে আদালতে পাঠানো হয়।