ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাজারে জুতা পট্টিতে মঙ্গলবার রাতে ভয়াবহ আগুন লেগেছে।
ব্যবসায়ীদের দাবি, এতে দেড় থেকে দুই কোটি টাকার সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে।
কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন বলেন, রাত ৯টা ২০মিনিটের দিকে বৈদুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের এ সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। আগুনে প্রায় ২০ থেকে ২২টি ব্যবসায়িক প্রতিষ্ঠান আগুনে পুড়ে যায়। যেখানে ছিল কয়েকটি জুতার দোকান, কসমেটিকসের দোকান, হার্ডওয়ারের দোকান, ইলেকট্রনিক্সের দোকান, ওষুধের দোকান, চাউল এর গোডাউনসহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় ফরিদপুর সদর, মধুখালী, সালথা উপজেলার ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস সদস্য, আনসার বিডিপি ও স্থানীয় জনগণ নিরলসভাবে কাজ করেছে। দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নেভানো সম্ভব হয়।