নিহত এনায়েত শেখ (৩৫) ডাকাতি, ধর্ষণ ও মাদকসহ ১৩ মামলার আসামি এবং ‘বন্দুকযুদ্ধে’ ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
নিহত এনায়েতের বাড়ি বোয়ালমারীর চতুল ইউনিয়নের বাইখির বনচাকী গ্রামে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের ভাষ্য, ‘ডাকাতি- ধর্ষণ ও মাদকসহ ১৩ মামলার আসামি এনায়েত শেখকে গ্রেপ্তার করে তাকে নিয়ে শেখর ইউপির বাড়ানখোলা এলাকায় অস্ত্র উদ্ধার করতে গেলে আগে থেকে সেখানে অবস্থান নিয়ে থাকা ডাকাত দলের অন্য সদস্যরা পুলিশের ওপর গুলি চালায়। এসময় পুলিশও পাল্টা গুলি চালালে এনায়েত নিহত হয়। এ ঘটনায় ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।’
তিনি বলেন, ‘আমরা ধারণা করছি ডাকাত দলের সদস্যদের ছোড়া গুলিতেই এনায়েত নিহত হয়েছে। পরে সেখান থেকে তার মৃতদেহ বোয়ালমারী উপজেলা কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
এনায়েতের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি, একটি চাপাতি ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।