তবে আদালতের উপস্থিতির খবর পেয়ে পালিয়ে যায় বর। পরে আদালত বাল্যবিয়ে আয়োজনের দায়ে কনের মা হালিমা বেগমকে জরিমানা করেন।
আদালত সূত্রে জানা যায়, উপজেলার রূপাপাত ইউনিয়নের কলিমাঝি গ্রামের মৃত শাহাদৎ মল্লিকের মেয়ে ও স্থানীয় একটি কওমি মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্রীর (১৬) বিয়ের আয়োজন চলছিল। বর পক্ষও চলে এসেছিল।
খবর পেয়ে নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) শাকিলা বিনতে মতিন ভ্রাম্যমাণ আদালত নিয়ে বিয়ে বাড়িতে হাজির হন।
নির্বাহী হাকিম শাকিলা বিনতে মতিন বলেন, কনে পক্ষ একটি জন্ম নিবন্ধন সনদ দেখিয়েছিল যা অনলাইনে সার্চ দিয়ে পাওয়া যায়নি। নিশ্চিত হওয়া যায় ওই সনদপত্রটা ভূয়া। এর বাইরে মেয়ের অন্য কোনো সনদপত্র পাওয়া যায়নি। মেয়ের মা নিজেও স্বীকার করেছে যে তার মেয়ের বয়স ১৮ বছর হয়নি।
তিনি আরও বলেন, বিয়ে করতে এসে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে যাত্রীসহ পালিয়ে গেছে বর। কনের মাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়, নেয়া হয় মুচলেকা।