ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে রবিবার ভোরে দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
নিহতরা হলেন- চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার বাসিন্দা মোশাররফ হোসেন (৮০) ও আমেনা বেগম (৬৫)।
ফরিদপুর হাইওয়ে পুলিশের করিমপুর থানার এসআই আব্দুর রহিম জানান, কামারখালী আড়পাড়া সরকারি প্রাইমারি স্কুলের কাছে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী ট্রাকের সাথে ধাক্কায় খায়। এতে মাইক্রোবাসটির দুজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত হন কমপক্ষে পাঁচজন। দুর্ঘটনায় আহতদের মধুখালী ও ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাইক্রোবাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে বলে জানান এসআই।