সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতি পুষিয়ে উঠার আগেই কুড়িগ্রামে ধরলা, দুধকুমার, তিস্তা ও ব্রহ্মপুত্রের বুকে আবারও ধেঁয়ে আসছে উজানের ঢল। এতে আবারও প্লাবিত হচ্ছে নদী তীরবর্তী নতুন নতুন এলাকা। ডুবে যাচ্ছে বীজতলা ও ফসলের মাঠ। জেলার সবকটি নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় চরবাসীর মনে আতঙ্ক বিরাজ করছে।
বৃহস্পতিবার (৩০ জুন) বিকালে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড অফিস সুত্রে জানা যায়, দুধকুমার, ব্রহ্মপুত্র ও তিস্তার পানি বৃদ্ধি পেলেও এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে শুধু ধরলার পানি সেতু পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আস্তে আস্তে ধরলার পানিও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।