বগুড়া জেলায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। জেলায় অন্য উপজেলার তুলনায় সদরে শনাক্তের হার সবচেয়ে বেশি।
গত সোমবার ২৪ ঘণ্টায় ২০ জন শনাক্তের কথা জানানো হলেও মঙ্গলবার ৩০ জন শনাক্তের কথা জানানো হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে সদরের রয়েছেন ২২ জন। বগুড়ার দুটি পিসিআর ল্যাবে ১৯৩টি নমুনা পরীক্ষায় ওই ৩০ জন শনাক্ত হন এবং এ সময়ে সুস্থ হয়েছেন ২৮ জন।
তবে এ সময়ে কেউ মারা যাননি বলে জানিয়েছেন জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।
তিনি জানান, জেলায় বর্তমানে করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন ৫৩১ জন।
এদিকে জনসাধারণকে মাস্ক পরতে বাধ্য করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত রেখেছে জেলা প্রশাসন। প্রতিদিন জরিমানা ও কারাদণ্ড প্রদান করা হচ্ছে। এছাড়া রাত ৮টার পর শহরে দোকান-পাট বন্ধ রাখতে বলা হয়েছে।