করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বগুড়ায় আরও তিনজন মারা গেছেন। এনিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা ১৫৬ জনে দাঁড়াল।
মঙ্গলবার জেলা স্বাস্থ্য দপ্তরের ব্রিফিংয়ে এসব তথ্য জানান বগুড়া সিভিল সার্জন দপ্তরের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম।
তিনি জানান, জেলায় কোভিড-১৯ এ নতুন শনাক্ত হয়েছেন ৬৮ জন। শনাক্তের হার ২২ দশমিক ২২ শতাংশ। এ নিয়ে জেলায় ৬ হাজার ৭৩৭ জন করোনায় আক্রান্ত হলেন। একই সময়ে ৭৮ জন সুস্থ হওয়ায় জেলায় মোট সুস্থ রোগীর সংখ্যা ৫ হাজার ৬৪০ জনে দাঁড়িয়েছে।
৩১ আগস্ট জেলার দুটি পিসিআর ল্যাবে পরীক্ষা করা ৩০৬টি নমুনার ফলাফলে ৬৮ জনের করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে পুরুষ ৪৫ জন, নারী ১৭ জন এবং ৬টি শিশু। এদের মধ্যে সদর উপজেলার ৪৮ জন, শেরপুরের ৯ জন, কাহালু ও শাজাহানপুরের তিনজন করে, ধুনট ও সারিয়াকান্দির দুজন করে এবং আদমদীঘির একজন রয়েছেন বলে ফারজানুল ইসলাম জানান।