বগুড়া শহরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ফাহিম হোসেন নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে বগুড়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ফাহিম হোসেন (১৬) বগুড়া শহরের চক ফরিদ কলোনীর ফরহাদ হোসেনের ছেলে ও স্থানীয় ফয়েজুল্লা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, সিনিয়র ও জুনিয়রদের মধ্যে কোনো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে।
আরও পড়ুন: বরগুনায় ছাত্রদলনেতার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর অভিযোগ
বগুড়া সদরের বনানী পুলিশ ফাড়ির ইনচার্জ ফজলে এলাহী জানান, পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে কয়েকজন দুর্বৃত্ত ফাহিমকে উপুর্যপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বগুড়া সদর থানার পরিদর্শক ( তদন্ত) এসএম মঈন উদ্দিন জানান, ফাহিমকে হত্যা করার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশের একাধিক টিম বিষয়টির তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন: ময়মনসিংহে জমি নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে কৃষকের মৃত্যু