গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে নতুন করে ৫শ’ জন নতুন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়ছে। বর্তমানে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৫৯৬ জনে।
পাশাপাশি একই সময়ে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনার আইসোলশেন ওয়ার্ডে উপসর্গ নিয়ে দশজন ও করোনায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়ছে।
আরও পড়ুনঃ ঠাকুরগাঁওয়ে করোনায় ৪ মৃত্যু, শনাক্ত ৮৬
বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩৬৮ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদবে কুমার দাস।
তিনি জানান, মোট আক্রান্ত ২৪ হাজার ৫৯৬ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ছেনে ১৬ হাজার ৬শ’ জন।
আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন সর্বোচ্চ ১৯২ জন নিয়ে মোট ১০ হাজার ৪৯৮ জন, পটুয়াখালী জেলায় নতুন ৫৯ জন নিয়ে মোট ৩ হাজার ৭৯ জন, ভোলা জেলায় নতুন ৪৭ জনসহ মোট ২ হাজার ৪১৬ জন, পিরোজপুর জেলায় নতুন ৭১ জন নিয়ে মোট ৩ হাজার ৪০৮ জন, বরগুনা জেলায় নতুন ৪৬ জন নিয়ে মোট আক্রান্ত ২ হাজার ৮৯ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ৮৫ জন শনাক্ত নিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ১০৬ জন।
আরও পড়ুনঃ করোনা: কুমিল্লায় ১৬ জনের মৃত্যু
এদিকে শেবাচিম হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে ,গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র বরিশাল শেবাচিম হাসপাতালরে করোনার আইসোলশেন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১০ জনের এবং করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন তিন জনরে মৃত্যু হয়ছে।
আরও পড়ুনঃ চাঁপাইনবাবগঞ্জে করোনায় ৩ মৃত্যু, শনাক্ত ২৫
হাসপাতাল পরচিালক কার্যালয় সূত্রে জানা গেছে গত ২৪ ঘণ্টায় সকাল পর্যন্ত শেবাচিমের করোনা আইসোলেশন ওয়ার্ডে ২৮ জন ও করোনা ওয়ার্ডে ২৬ জন ভর্তি হয়ছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ২৭৯ জন চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ১০৩ জন করোনা ওয়ার্ডে এবং ১৭৬ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।