বরিশালে অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গৃহপরিচারিকা নির্যাতনে অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে ওই কিশোরী গৃহপরিচারিকাকে নির্যাতন সইতে না পেরে এক রিকশাচালকের বাসায় আশ্রয় নিলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।
ভুক্তভোগী মিম (১৫) পঞ্চগড় সদরের তুলসী পুকুর খ্রিস্টান কলোনীর মৃত অলেনের মেয়ে। তার মা মানিকাও মারা গেছেন।
আরও পড়ুন: নাটোরে মামলা প্রত্যাহারে চাপ, সহোদরাকে নির্যাতনের অভিযোগ
নির্যাতনের শিকার মিম জানায়, মালিকের বেধে দেয়া সময়ের মধ্যে ঘরের কাজ শেষ করতে না পারলেই তাকে মারধর করা হতো। এছাড়া মালিকের সাত ও তিন বছরের দুই ছেলে মধ্যে এক শিশু প্রতিবন্ধী। সেই প্রতিবন্ধী শিশুকেও তাকে দেখতে হতো। এরপরও মালিক অবসরপ্রাপ্ত মেজর হাকিম ও তার স্ত্রী সিমু তাকে মারধর করতো। তাদের দুজনের নির্যাতন সইতে না পেরে বৃহস্পতিবার রাতে সে ওই বাড়ি থেকে পালিয়ে যায়। সড়কে কান্নাকাটি করতে দেখে পেয়ে আরিফ মোল্লা নামে এক রিকশাচালক তাকে তার বাসায় নিয়ে যায়।
পরে বিমানবন্দর থানা পুলিশ রিকশা চালকের বাসায় আশ্রয় নেয়া মিমকে উদ্ধার করে।
রিকশাচালক আরিফ মোল্লা বলেন, মেয়েটিকে অসুস্থ অবস্থায় পেয়েছে। ঠিকমত হাঁটতে পারছিল না।
আরও পড়ুন: গৃহকর্মী নির্যাতনের অভিযোগে সিআইডি কর্মকর্তার স্ত্রী গ্রেপ্তার
বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) উত্তম বলেন, তারা মিমের কথা শুনেছেন, এখন আইনি পদক্ষেপ নেয়া হবে। অবসরপ্রাপ্ত মেজর হাকিম বর্তমানে একটি প্রস্তুতকারী প্রতিষ্ঠান কর্মরত আছেন।