বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় তিনজন ও উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন।
একই সময়ে বিভাগে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৩৩ জন। আর এ সময়ের মধ্যে সুস্থ হয়েছে ৯২১ জন।
বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ২১ কোটি ৪৯ লাখ
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে তিনজন ও করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। বাকি দুইজন ভোলা জেলায় মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ৭ জন ও করোনা ওয়ার্ডে একজন ভর্তি হয়েছেন। আরটি পিসিআর ল্যাবে ১৯২ নমুনা পরীক্ষা করানো হয়। এর মধ্যে ২০ দশমিক ৮০ শতাংশ পজিটিভ শনাক্তের হার।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে করোনা শনাক্ত ২৯, মৃত্যু ২
বরিশাল বিভাগে এই পর্যন্ত করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪০ জনে।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৩৩ জন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ হাজার ২৩৬ জনে। আর এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ৯২১ জন, যা নিয়ে বিভাগে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩৫ হাজার ৫৩৫ জন।