বাগেরহাটের উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। এতে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন।
শনিবার (২০ এপ্রিল) বিকাল ৩টায় মোংলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সর্বোচ্চ ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রের্কড করে।
এর আগে শুক্রবার (১৯ এপ্রিল) বাগেরহাটে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রের্কড করা হয়।
আরও পড়ুন: মেহেরপুরে তীব্র গরম, তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রিতে
এদিকে প্রচণ্ড তাপদাহের প্রভাব পড়েছে প্রাণীদের উপরও। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের তাপও বাড়তে থাকে।
শনিবার দুপুরে শহরের পুরাতন বাজার, লোকালবোর্ড ঘাট, নাগের বাজার, মেইন রোড, কাঁচাবাজারসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, প্রচণ্ড গরম উপেক্ষা করে রোদের মধ্যে দিনমজুর, শ্রমিকরা কাজ করছে। আর রিকশা চলকরা ঘাম ঝরিয়ে যাত্রী পরিবহন করছে। এসময় শরবত, পানি, ডাব, আইসক্রিমের দোকানে তৃষ্ণার্ত মানুষের ভিড় দেখা গেছে।
এদিকে আবহাওয়া বিভাগ বলছে, বাগেরহাটের উপর দিয়ে আরও কয়েকদিন তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
মোংলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন অর রশিদ বলেন, গত কয়েকদিন ধরে বাগেরহাটে তীব্র তাপপ্রবাহ বেড়ে চলেছে।
তিনি আরও বলেন, বুধ ও বৃহস্পতিবার বাগেরহাটে তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। তীব্র তাপপ্রবাহ আরও কয়েকদিন বয়ে যেতে পারে।
আরও পড়ুন: মেহেরপুরের তাপমাত্রা ৪১.৩ ডিগ্রি