রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বাসের সিট নিয়ে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটে এ ঘটনা ঘটে বলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম জানান।
আহতদের রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার ও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ক্যাম্পাসের অন্তত ১০ জন সাংবাদিক আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া থেকে বাসে করে রাজশাহী আসছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকাশ। বাসের সিট নিয়ে চালক শরিফুল ও তার সহকারী রিপনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।
বাসটি বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর এলাকায় পৌঁছালে তাদের মধ্যে আবারও বাকবিতণ্ডা হয়। পরে স্থানীয় এক দোকানদার এসে শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। যা শেষ পর্যন্ত সংঘর্ষে পরিণত হয়।
সংঘর্ষ চলাকালে শিক্ষার্থীরা বিনোদপুর গেটে বেশ কয়েকটি দোকান ও পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয়।