বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের সদর উপজেলার গেরদা ইউনিয়নের কেশবনগরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুজন শেখ (২০) গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার টেংরাখালীর নুরুল ইসলামের ছেলে। তিনি ফার্নিচারের ব্যবসা করেন বলে জানা গেছে।
দুর্ঘটনায় ওই গ্রামের হাফিজুর রহমান শেখের ছেলে সাবিল শেখ (২০) গুরুতর আহত হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
দুর্ঘটনায় আহত সাবিল জানান, তারা দুই বন্ধু সকালে একটি আরটিআর অ্যাপাচি মোটরসাইকেলে মুকসুদপুর থেকে কাজে ফরিদপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে দু’টি কুকুরকে সাইড দিতে গেলে বিপরীত দিক থেকে বরিশাল অভিমুখী গোল্ডেন লাইনের একটি দ্রুতগামী বাসের চাপায় এ দুর্ঘটনা ঘটে।
ফরিদপুর হাইওয়ে পুলিশের ওসি শাহ্ জালাল আলম বাসের চাপায় ওই তরুণের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বাসটিকে আটক করা যায়নি।