খুলনা ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব আমির হোসেন বোয়িং মোল্লাকে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের লোকজন।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে খুলনা নগরীর টুটপাড়া তালতলা হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
বর্তমানে তিনি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তবে তার শারীরিক অবস্থা খুবই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনীর উল গিয়াস।
আরও পড়ুন: সিলেটে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকর্মীকে কুপিয়ে জখম
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১১টার দিকে পারিবারিক সমস্যার সমাধানে টুটপাড়া তালতলা হাসপাতালের সামনে সালিশে বসেন বোয়িং মোল্লা। মতের মিল না থাকায় প্রতিপক্ষ তাকে লক্ষ্য করে একটি গুলি ছুড়ে। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি বেঁচে যান।
এরপর শুক্রবার সাড়ে ১১টার দিকে রাতে তালতলা হাসপাতালের সামনে থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে তার শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা। মাথায় ও পিঠে গুরুতর আঘাত করা হয়েছে।
এলাকাবাসী আরও জানায়, মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য অস্ত্রধারীরা সেখানে ৪ রাউন্ড গুলিও ছুড়ে। এ ঘটনার পর ওই এলাকার মানুষ এদিক ওদিক ছুটাছুটি করতে থাকে। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।
খুলনা থানায় ওসি মুনীর উল গিয়াস বলেন, রাতে সংবাদ শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কিন্তু কোন ঘটনার জের ধরে এ ঘটনা তা তিনি পরিষ্কা করে বলতে পারেননি। এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।
আহত আমির হোসেন বোয়িং মোল্লা খুলনা সিটি কর্পোরেশন ৩০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আমান উল্লার ছোট ভাই। তাছাড়া তিনি খুলনা মৎস্য বণিক সমিতির সাবেক সভাপতি।
আরও পড়ুন: গরু চুরি করে নিতে না পারায় গরুকে কুপিয়ে জখম, হাতবোমা বিস্ফোরণ