বিএনপি নেতা
নাটোরে বিএনপি নেতার বাড়িতে এলোপাতাড়ি গুলি
নাটোরের বাগাতিপাড়ায় সোমবার দিবাগত মধ্যরাতে আব্দুর রশিদ চৌধুরী নামে এক বিএনপি নেতার বাড়িতে এলোপাতারি গুলি বর্ষণের ঘটনা ঘটেছে।
গুলিতে বাড়ির জানালা ক্ষতিগ্রস্থ হলেও কোউ হতাহত হয়নি।
বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ অভিযোগ করেছেন,গতরাত দেড়টার দিকে মোটরসাইকেল নিয়ে একদল দুর্বৃত্ত জয়ন্তীপুর এলাকায় তার বাড়ির সামনে গিয়ে বাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়।
গুলিতে তার বাড়ির জানালা,দেয়ালসহ বিভিন্ন স্থানে আঘাত হানে।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানান ওসি।
১ দিন আগে
বিএনপি নেতা হত্যার ১০ বছর পর আ.লীগের ৩৪ জনের নামে মামলা
১০ বছর আগে বিএনপি নেতা হত্যার ঘটনায় সিরাজগঞ্জের ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নবীদুল ইসলামসহ ২৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে ৩৪ জনের নামে মামলা করা হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সিরাজগঞ্জ সদর থানা আমলি আদালতে নিহত বিএনপি নেতার বড় ভাই আব্দুল হামিদ মামলাটি করেন।
নিহত বিএনপি নেতা জবান আলী সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পূর্ব বাঐতাঁরা গ্রামের মৃত আজিজল হকের ছেলে।
মামলায় সিরাজগঞ্জের সয়দাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নবীদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডল, ইউপি সদস্য আব্দুল মমিন, সাবেক ইউপি সদস্য সেলিম হাজী, ইউনিয়ন যুবলীগের সভাপতি বেলাল হোসেন ও যুবলীগ নেতা রিগেনসহ ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: গণহত্যা মামলায় আমু-কামরুল কারাগারে
আদালতের সহকারি পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. নাসির উদ্দিন বলেন, মামলার বিবরণে বাদী উল্লেখ করেছেন যে মামলার বাদী ও তার ছোট ভাই জবান আলী ইউনিয়ন বিএনপির নেতা।
বাদী উল্লেখ করেছেন, আসামিরা মাঝেমধ্যেই জবান আলীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। এর জেরে ২০১৪ সালের ১৬ জানুয়ারি জবান আলীকে অপহরণ করেন আসামিরা। তারপর থেকেই তার ফোন বন্ধ পাওয়া যায়। বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনার ৩ দিন পর ১৯ জানুয়ারি সকালে প্রধান আসামি নবীদুল ইসলাম ফোন দিয়ে জবানকে অপহরণের করার কথা জানান। তাকে জীবিত ফিরে পেতে হলে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এর পরদিন ২০ জানুয়ারি আসামিদের ১০ লাখ টাকা দিয়ে তার ভাইকে ছেড়ে দেওয়ার অনুরোধ করা হয়। কিন্তু তারা ১০ লাখ টাকা নেওয়ার পরও জবান আলীকে ছেড়ে দেননি।
পরে ৬ ফেব্রুয়ারি সকাল ৮টায় সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কের কোনাগাঁতী সেতুর উত্তরে রাস্তার পাশে জবান আলীর গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ সেদিন দিবাগত রাত ৩টার দিকে লাশটি উদ্ধার করে। সে সময় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নও ছিল।
সদর থানা আমলি আদালতের বিচারক অতিরিক্ত চিফ চুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. বিল্লাল হোসেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এফআইআর হিসেবে গণ্য করে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন: চিন্ময় কাণ্ডে সুচিন্তা ফাউন্ডেশন নেত্রীসহ ২৯ জনের নামে মামলা
২ সপ্তাহ আগে
বিএনপি নেতা বোয়িং মোল্লাকে কুপিয়ে জখম
খুলনা ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব আমির হোসেন বোয়িং মোল্লাকে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের লোকজন।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে খুলনা নগরীর টুটপাড়া তালতলা হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
বর্তমানে তিনি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তবে তার শারীরিক অবস্থা খুবই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনীর উল গিয়াস।
আরও পড়ুন: সিলেটে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকর্মীকে কুপিয়ে জখম
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১১টার দিকে পারিবারিক সমস্যার সমাধানে টুটপাড়া তালতলা হাসপাতালের সামনে সালিশে বসেন বোয়িং মোল্লা। মতের মিল না থাকায় প্রতিপক্ষ তাকে লক্ষ্য করে একটি গুলি ছুড়ে। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি বেঁচে যান।
এরপর শুক্রবার সাড়ে ১১টার দিকে রাতে তালতলা হাসপাতালের সামনে থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে তার শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা। মাথায় ও পিঠে গুরুতর আঘাত করা হয়েছে।
এলাকাবাসী আরও জানায়, মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য অস্ত্রধারীরা সেখানে ৪ রাউন্ড গুলিও ছুড়ে। এ ঘটনার পর ওই এলাকার মানুষ এদিক ওদিক ছুটাছুটি করতে থাকে। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।
খুলনা থানায় ওসি মুনীর উল গিয়াস বলেন, রাতে সংবাদ শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কিন্তু কোন ঘটনার জের ধরে এ ঘটনা তা তিনি পরিষ্কা করে বলতে পারেননি। এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।
আহত আমির হোসেন বোয়িং মোল্লা খুলনা সিটি কর্পোরেশন ৩০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আমান উল্লার ছোট ভাই। তাছাড়া তিনি খুলনা মৎস্য বণিক সমিতির সাবেক সভাপতি।
আরও পড়ুন: গরু চুরি করে নিতে না পারায় গরুকে কুপিয়ে জখম, হাতবোমা বিস্ফোরণ
২ সপ্তাহ আগে
মেহেরপুরে বিএনপি নেতা আব্দুর রহমান মারা গেছেন
মেহেরপুর জেলা বিএনপির সহসভাপতি ও মেহেরপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান (৭১) মারা গেছেন।
সোমবার (১১ নভেম্বর) ভোর ৪টার দিকে তার বাসভবনে মারা যান।
পারিবারিক সূত্র জানায়, তিনি দীর্ঘদিন ধরে হৃদযন্ত্রসহ বিভিন্ন রোগে ভুগছিলেন এবং চিকিৎসকের পরামর্শে নিয়মিত ওষুধ নিচ্ছলেন।
আরও পড়ুন: গাংনী সরকারি ডিগ্রি কলেজর অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুর রশিদ আর নেই
আব্দুর রহমান বিএনপির রাজনীতির সঙ্গে সম্পর্কিত ছিলেন দলের প্রতিষ্ঠালগ্ন থেকেই। মেহেরপুরের বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক এমপি আহমেদ আলীর হাত ধরে তিনি দলের রাজনীতিতে আসেন। ১৯৮৮ সালে এরশাদ সরকারের আমলে বিপুল ভোটের ব্যবধানে মেহেরপুর পৌরসভার চেয়ারম্যান (বর্তমানে মেয়র পদ) নির্বাচিত হন। পরে তিনি বিএনপির বিভিন্ন পদে অধিষ্ঠিত ছিলেন এবং দীর্ঘদিন মেহেরপুর জেলা বিএনপির সহসভাপতির দায়িত্ব পালন করেন।
বিএনপির জ্যেষ্ঠ নেতা আব্দুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুন, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আমজাদ হোসেন, জেলা জামায়াতের আমির মাওলানা তাজ উদ্দীন খান, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
আরও পড়ুন: সাংবাদিক জামিউল আহসান সিপুর বাবার মৃত্যুতে ডিআরইউ’র শোক
১ মাস আগে
বাগেরহাটে বিএনপি নেতা হত্যাকাণ্ডে গ্রেপ্তার ১, অস্ত্র ও গুলি উদ্ধার
বাগেরহাটে ইউনিয়ন বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য সজিব তরফদার হত্যাকাণ্ডের মামলার এক আসামি গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৮ নভেম্বর) পিরোজপুরের কাউখালী থানার হুগলি বাটকা এলাকা থেকে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।
পরে তার তথ্যানুযায়ী বাগেরহাট উপজেলার মির্জাপুর গ্রামের একটি ডোবা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ
উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে- একটি দোনালা বন্দুক, একটি একনালা পাইপগান, একটি কার্তুজ এবং একটি ধারালো অস্ত্রের কাঠের বাট।
আরও পড়ুন: কুমিল্লায় পুকুরে ডুবে নিখোঁজ হওয়ার ২০ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার
আবু বক্কর শিকদার বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া গ্রামের আব্দুস সোবহান শিকদারের ছেলে। সে কিলিং মিশনের সদস্য বলে পুলিশ জানায়।
শনিবার (৯ নভেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বাগেরহাট পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ এসব তথ্য জানান।
পুলিশ সুপার জানান, সজিব হত্যা মিশনে সরাসরি অংশগ্রহণ করে চারজন। আবু বক্কর ওই হত্যা মিশনের একজন সদস্য।
তিনি আরও জানান, আবু বক্কর সজিব হত্যা মামলার এজাহারভুক্ত আসামি এবং উদ্ধার হওয়া অস্ত্র ওই হত্যাকাণ্ডে ব্যবহার করা হয়েছিল।
হত্যার মূল পরিকল্পনাকারীসহ মামলার অপর আসামিদের ধরতে পুলিশ কাজ করছে বলে মো. তৌহিদুল আরিফ জানান।
মঙ্গলবার (৫ নভেম্বর) বাগেরহাটের ডেমা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সজিব তরফদারকে (৪৫) মির্জাপুর এলাকায় সন্ত্রাসীরা কুপিয়ে এবং গুলি করে হত্যা করে।
এ ঘটনায তার স্ত্রী নাঈমা ফারহানা বাদি হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত পরিচয়ের ৮ থেকে ৯ জনকে আসামি করে শুক্রবার বাগেরহাট মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
আরও পড়ুন: দিনাজপুরের নদীতে গোসলে নেমে নিখোঁজ ইন্দোনেশিয়া নাগরিকের লাশ উদ্ধার
১ মাস আগে
বিএনপি নেতা ডা. শাহাদাতকে চসিক মেয়র ঘোষণা করলেন আদালত
বিএনপির সাবেক আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক) মেয়র হিসেবে ঘোষণা করেছেন চট্টগ্রামের একটি আদালত।
মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ খাইরুল আমীনের আদালত এ রায় দেন।
বাদীপক্ষের আইনজীবী আরশাদ হোসেন আসাদ বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনে নির্বাচনে কারচুপির অভিযোগে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন নির্বাচনি ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন। সেই মামলায় মঙ্গলবার তাকে মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন আদালত।
আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক নিরাপত্তায় একসঙ্গে কাজ করবে চসিক-সিএমপি
একই সঙ্গে ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশ করার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান আইনজীবী আরশাদ হোসেন আসাদ।
উল্লেখ্য, ২০২১ সালের ২৭ জানুয়ারি চসিকের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীকে মেয়র নির্বাচিত করা হয়। এতে রেজাউল করিম চৌধুরী ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির শাহাদাত হোসেন ৫২ হাজার ৪৮৯ ভোট পান বলে ঘোষণা করা হয়। এই নির্বাচনে কারচুপির অভিযোগ ওই বছরের ২৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক খাইরুল আমিনের আদালতে ৯ জনকে বিবাদী করে আদালতে মামলা করেন বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত।
মামলার ৯ জন বিবাদী হলেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচনি কর্মকর্তা, সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা, মেয়র প্রার্থী আবুল মনসুর, খোকন চৌধুরী, ওয়াহিদ মুরাদ ও জান্নাতুল ইসলাম।
এদিকে গত ৫ আগস্টে সরকার পতনের পর ১৯ আগস্ট চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিমকে অপসারণ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
পরে চসিকে প্রাতিষ্ঠানিক কার্যক্রম চালানোর জন্য বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলামকে প্রশাসক হিসেবে নিযুক্ত করা হয়।
আরও পড়ুন: চসিক’র কাউন্সিলর সলিম উল্লাহ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
চসিক কার্যালয়ে দুদকের অভিযান
২ মাস আগে
খুলনায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও মারধরের ঘটনায় সদ্যবহিষ্কৃত বিএনপি নেতা বাবুল গ্রেপ্তার
খুলনার কয়রায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ব্যবসায়ীকে মারধরের ঘটনায় বিএনপির বহিষ্কৃত সদস্য সচিব নূরুল আমিন বাবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে খুলনার মহানগরীর বয়রা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
কয়রা থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম বলেন, ‘গত ১৯ সেপ্টেম্বর কয়রা বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ব্যবসায়ীদের মারধরের অভিযোগে শনিবার (২১ সেপ্টেম্বর) ১৪ জনকে আসামি করে থানায় মামলা করা হয়। এই মামলার ১১ নম্বর আসামি নূরুল আমিন বাবুল। এছাড়াও তার নামে চাঁদাবাজি ও ঘের দখলের অভিযোগও আছে।
এর আগে গত ২০ সেপ্টেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কয়রা উপজেলা বিএনপির সদস্য সচিব মো. নূরুল আমিন বাবুলকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ থেকে বহিস্কার করা হয়।
২ মাস আগে
আহত আবু বক্করের চিকিৎসায় এগিয়ে এলেন বিএনপি নেতা ইয়াছিন
কোটা আন্দোলনে আহত শিক্ষার্থী আবু বক্করের (১৭) চিকিৎসায় এগিয়ে এলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন-উর রশিদ ইয়াছিন।
কুমিল্লার দেবিদ্বার উপজেলা সদর এলাকায় গত ৪ আগস্ট আন্দোলনে গিয়ে আওয়ামী লীগ নেতা আবুল কালাম অনুসারীদের হামলায় আহত আহত হয় সে। তার শরীরে অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
আবু বক্কর দেবিদ্বার উপজেলার শাকতলা গ্রামের মোল্লা বাড়ির আবুল খায়েরের ছোট ছেলে।
আরও পড়ুন: বিএনপি নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক চলছে
আবু বক্করের বড় ভাই মো. আলী বলেন, ‘আহত হওয়ার পর ভাইকে নিয়ে প্রথমে কুমিল্লা মেডিকেলে যাই। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেলে ও শেষে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। এছাড়া ভাইয়ের চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। তার অবস্থা খারাপ দেখেও আমরা বাড়ি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কারণ, ভাইকে আইসিইউতে রাখতে অর্থের প্রয়োজন, আমাদের সেই সামর্থ্য নেই।’
‘এরইমধ্যে কুমিল্লার বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সার এসে দেখে গেছেন। তিনি বলেছেন, ওনারা চিকিৎসার সব খরচ দেবেন।’
৪ মাস আগে
চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় বিএনপি নেতার মৃত্যু
চট্টগ্রাম মীরসরাইয়ের বড়তাকিয়া এলাকায় কাভার্ডভ্যান চাপায় কামরুল আলম (৩৮) নামে বিএনপি নেতার মৃত্যু হয়েছে।
শুক্রবার (১২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: ময়মনসিংহে কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশাচালকসহ নিহত ২
কামরুল উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের বিএনপির আহ্বায়ক এবং একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড কাজীর তালুক গ্রামের খোরশেদ আলমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব পোল মোগরা এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা এশিয়া পরিবহনের একটি বাস সামনে থাকা কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় কার্ভাডভ্যান ও বাস মহাসড়কের পাশের জমিতে উল্টে পড়ে যায়। এসময় কাভার্ডভ্যানের চাপায় সামনে থাকা বিএনপি নেতা কামরুল মারা যান।
কুমিরা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, ‘দুর্ঘটনাকবলিত বাস ও কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ঘটনার পর চালকরা পালিয়ে গেছে। লাশ স্বজনরা বাড়িতে নিয়ে গেছে। বাসের যাত্রীরা তেমন আহত হয়নি।’
আরও পড়ুন: বগুড়ায় বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ৪ জন নিহত
চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান উল্টে চালক নিহত
৫ মাস আগে
বিএনপি নেতা অমিতসহ ৫১ নেতা-কর্মী কারাগারে
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ যশোর জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৫১ নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
নাশকতা মামলায় তারা রবিবার যশোর দায়রা ও জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী দেবাশীষ দাস জানান, যশোরের বিভিন্ন থানায় পুলিশের দায়ের করা মামলায় আসামি করা হয় এসব নেতা-কর্মীদের।
আরও পড়ুন: রাজশাহীতে ২টি ওয়ান শুটারগান জব্দ, গ্রেপ্তার ১
নেতা-কর্মীর হলেন-জেলা বিএনপির সদস্যসচিব সৈয়দ সাবেরুল হক সাবু, আহ্বায়ক কমিটির সদস্য মুনীর আহমেদ সিদ্দীকি বাচ্চু, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজামান বাপ্পি প্রমুখ।
জামিনপ্রাপ্তরা হলেন- জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, কেন্দ্রীয় নেতা মফিকুল হাসান তৃপ্তি, আব্দুস সালাম আজাদ, সাবেক মেয়র মারুফুল ইসলাম, এ কে শরফুদ্দৌলা ছোটলু ও আনিসুর রহমান মুকুল।
জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন বলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ বেশিরভাগ নেতা-কর্মীরা উচ্চ আদালতের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় তারা যশোর আদালতে আত্মসমর্পণ করেন।
আরও পড়ুন: শরীয়তপুর স্কুলছাত্রীকে ধর্ষণের প্রধান আসামি ইউপি সদস্য গ্রেপ্তার
৮ মাস আগে