মৃতরা হলেন- বিরামপুর পৌর শহরের আব্দুল মতিন (২৭), আজিজুল ইসলাম (৩৩), মহসীন আলী (৩৮) ও অমৃত (৩০)।
বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান জানান, মাহমুদপুরে মঙ্গলবার গভীর রাত পর্যন্ত চোলাই মদের আসর বসেছিল। সেখানে মদ খেয়ে পাঁচজন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনজনের মৃত্যু হয়। আরেকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায়।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী বলেন, ‘মারা যাওয়া ব্যক্তিরা অ্যালকোহল জাতীয় কোনো পানীয় পান করে অসুস্থ হয়ে পড়েছিলেন।’
স্থানীয়দের অভিযোগ, মাহমুদপুর আদিবাসী পাড়ার মন্ডল মুরমু দীর্ঘদিন থেকে প্রভাবশালীদের ম্যানেজ করে প্রকাশ্যে চোলাই মদের ব্যবসা চালিয়ে আসছেন। সেখানে প্রায় প্রতি রাতে বিরামপুরসহ আশপাশের উপজেলার লোকজন এসে চোলাই মদ খান। এছাড়া সেখান থেকে চোলাই মদ বিভিন্ন উপজেলায় সরবরাহ করা হয়।