চোলাই মদ
কুমারখালীতে ১০০ লিটার চোলাই মদ উদ্ধার, যুবক আটক
কুষ্টিয়ার কুমারখালীতে প্রায় ১০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এসময় মো. সালাউদ্দিন (৩৫) নামে এক যুবককে আটককের দাবি করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে পৌরসভার ৬ নং ওয়ার্ডের বড় মসজিদ সড়ক এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মো. সালাউদ্দিন কুমারখালী পৌরসভার ৭ নং ওয়ার্ডের খয়েরচারা মাঠপাড়া গ্রামের আমিনুর ইসলামের ছেলে।
কুমারখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. মারুফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযানে ১০০ লিটার চোলাই মদসহ সালাউদ্দিনকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: নেত্রকোনায় ১৩২ বোতল ভারতীয় মদ জব্দ, ব্যবসায়ী আটক
কুড়িগ্রামে বিদেশি মদ জব্দ, আটক ২
১ বছর আগে
সীতাকুণ্ডের পাহাড়ে মদের কারখানা ধ্বংস, ১০ হাজার লিটার চোলাই মদ জব্দ
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে চোলাই মদের বিশাল কারখানা ধ্বংস করা হয়েছে। এ সময় ১০ হাজার লিটার চোলাই মদ ও ৪০ হাজার লিটার উপকরণ জব্দসহ একজনকে আটক করেছে র্যাব। এসব চোলাই মদ ও চোলাই মদ তৈরির উপকরণের মূল্য আনুমানিক তিন কোটি টাকা।গতকাল শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাতে মদ তৈরির এ কারখানায় অভিযান চালিয়ে বিদ্যুৎ খন্দকার নামে একজনকে আটক করা হয়। এতে কামাল ও মামুন নামে দুজন পালিয়ে যায়।
আরও পড়ুন: চট্টগ্রামে হোটেল থেকে নারীর গলাকাটা লাশ উদ্ধারশনিবার র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানিয়েছেন, গোপন খবরের ভিত্তিতে ভাটিয়ারির গভীর পাহাড়ি জঙ্গল এলাকায় অবৈধ চোলাই মদ তৈরির কারখানায় অভিযান চালানো হয়। এ সময় কারখানা ধ্বংস ও ৪০ হাজার লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়। অভিযানে একজনকে আটক করা গেলেও বাকি দুজন পালিয়ে যায়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা করা হবে। আটক মো. বিদ্যুৎ খন্দকারকে থানায় হস্তান্তর করা হয়েছে।তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে দেশীয় চোলাই মদ চট্টগ্রাম, কুমিল্লা ও ফেনীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করে আসছে। চোলাই মদ ও মদ তৈরির উপকরণের আনুমানিক মূল্য ৩ কোটি টাকা। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: চট্টগ্রামে আটক ৩, দুই লাখ ২১ হাজার ইয়াবা জব্দ
২ বছর আগে
চাঁপাইনবাবগঞ্জে দেশি মদ তৈরির কারখানায় অভিযান
চাঁপাইনবাবগঞ্জে দেশীয় চোলাই মদ তৈরির কারখানায় টাস্কফোর্সের অভিযানে মদ এবং মদ তৈরির উপকরণসহ ২ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে শিবগঞ্জ উপজেলার কানসাট গোপালনগর এলাকায় এ অভিযান চালানো হয়। আটককৃতরা হলো, কানসাট মিলিকমোড় এলাকার মৃত একদিলের ছেলে শফিকুল ইসলাম (৫০) ও একই এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে নাসির উদ্দিন (২৭)।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে করোনায় ৩ মৃত্যু, শনাক্ত ২৫
৫৯ বিজিবি ব্যাটালিয়নের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি, পুলিশ, আনসার ও ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত একটি টাস্কফোর্স বৃহস্পতিবার রাত ৯টা থেকে দেশীয় মদ তৈরির ওই করখানায় অভিযান চালায়।
এসময় সোয়া ৯ লিটার দেশি মদ এবং মদ তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র-গুলিসহ আটক ১
অভিযানে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব আল রাব্বি, ৫৯ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন উপস্থিত ছিলেন।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামরা দায়ের করা হয়েছে।
৩ বছর আগে
বিরামপুরে চোলাই মদ পানে ৪ জনের মৃত্যু
দিনাজপুরের বিরামপুর উপজেলার মাহমুদপুরে চোলাই মদ পান করে বুধবার ভোরে চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়েছেন আরও একজন।
৪ বছর আগে