প্রতি বছরের ন্যায় ইজতেমার প্রথম দিন শুক্রবার লাখো মুসল্লির সমন্বয়ে বৃহত্তম জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জুমার নামাজের ইমামতি করেন বাংলাদেশের মাওলানা মোশারফ। জুমার নামাজ শুরু হয় ১টা ৪৯ মিনিটে।
জুমার নামাজে অংশ নিতে ঢাকা, টঙ্গী ও গাজীপুরের আশপাশ এলাকার লাখো ধর্মপ্রাণ মুসল্লি সকাল থেকেই তুরাগ তীরে আসতে শুরু করেন। নামাজকে ঘিরে তুরাগ তীরে মুসল্লিদের ঢল নামে। জুমার নামাজ শুরু হলে পুরো এলাকার মুসল্লিরা যে যেখানে ছিলেন সেখানেই জায়নামাজ, মাদুর, কাগজ, পলিথিন বিছিয়ে অংশ নেন।
দুই ভাগে বিভক্ত হয়ে পড়া তাবলীগ জামাতের মাওলানা সাদ কান্ধলভির অনুসারী তাবলীগের সদস্যরা এ পর্বে অংশ নিচ্ছেন।
বিশ্ব ইজতেমার এবারের পর্বে ভারতের নিজামুদ্দিন মারকাজের শীর্ষ মুরব্বি মাওলানা সাদ কান্ধলভি যোগদান না করলেও তার পক্ষে তাবলীগের শীর্ষ মুরব্বি ও আলেমসহ ৩২ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নিচ্ছেন। আগামী রবিবার আখেরি মোনাজাতের মধ্যদিয়ে এবারের বিশ্ব ইজতেমা শেষ হবে।
এর আগে গত ১০ জানুয়ারি শুরু হয়ে ১২ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্যদিয়ে মাওলানা যোবায়ের অনুসারীদের বিশ্ব ইজতেমা (প্রথম পর্ব) শেষ হয়েছে।
এদিকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে বার্ধক্যজনিত রোগে বৃহস্পতিবার রাতে এক মুসল্লির মৃত্যু হয়েছে। মৃত কাজী আলাউদ্দিন (৬৬) সুনামগঞ্জের লক্ষীপুর চাঁনপুর এলাকার হযরত আলীর ছেলে। এ নিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দফায় যোগ দিতে গিয়ে তিনজনের মৃত্যু হয়েছে।
বিশ্ব ইজতেমা ময়দানের পুলিশ কন্ট্রোল রুমে দায়িত্বরত গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মনজুর রহমান জানান, বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে আলাউদ্দিন নিজ খিত্তায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে স্থানীয় শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।