ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫জুন) ভোরে উপজেলার নবীনগর-কোম্পানিগঞ্জ সড়কের ইব্রাহিমপুর ইউনিয়নের বাঁশবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— অটোরিকশার যাত্রী আবুল কাসেম, তিনি উপজেলার লাপাং গ্রামের হযরত আলীর ছেলে। অপর দুজন হলেন নারায়নপুর গ্রামের বিল্লাল মিয়ার ছেলে অটোরিশাচালক সোহাগ মিয়া ও ফেনীর দক্ষিণ ফরাদ নগর এলাকার আবুল খায়েরের ছেলে নুরুল আলম।
আরও পড়ুন: নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
দুর্ঘটনার বিষয়ে নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) আজাদুর রহমান জানান, আজ (বৃহস্পতিবার) ভোরে নবীনগর থেকে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা কোম্পানিগঞ্জ যাচ্ছিল। পথে বাঁশবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালকসহ তিনজন নিহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে। দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান এসআই আজাদুর রহমান।