চাকরির প্রলোভনে ভারতে পাচারকালে সোমবার (১১ সেপ্টেম্বর) সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে নাটোরের এক গৃহবধূকে উদ্ধার করা হয়েছে। এ সময় দুই যুবককে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তার যুবককেরা হলেন- শাহজাহান (৩০) ও কবীর হোসেন (৩৮)।
নাটোর র্যাব ক্যাম্পের কমান্ডার মেজর আশিকুর রহমান জানান, যশোরের মানব পাচারকারী চক্রের সদস্য শাহজাহানের সঙ্গে দুই মাস আগে মোবাইল ফোনে পরিচয় হয় নাটোর সদরের এক গৃহবধূর। শাহজাহানের দেওয়া ভালো বেতনে চাকরির প্রলোভনে পড়ে ৯ সেপ্টেম্বর গৃহবধূ বাড়ি থেকে চলে যায়। এ ঘটনায় গৃহবধূর স্বামী নাটোর সদর থানায় মামলা করলে বিষয়টি অবহিত হয়ে ছায়া তদন্তে নামে র্যাব।
তিনি বলেন, তথ্য-প্রযুক্তির সহায়তায় লোকেশন ট্র্যাকিংয়ের পর র্যাব-৬ এর সহায়তায় নাটোর র্যাব ক্যাম্পের সদস্যরা কলারোয়া থানার সোনাবাড়িয়া সীমান্ত থেকে ওই নারীকে উদ্ধার করে এবং দুই পাচারকারীকে গ্রেপ্তার করে। এসময় গ্রেপ্তার যুবকদের কাছ থেকে স্বর্ণালংকার ও ভারতীয় রুপি উদ্ধার করা হয়।
সোমবার গ্রেপ্তারের পর মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) তাদের নাটোর সদর থানায় হস্তান্তর করা হয় বলেও জানান তিনি।
আরও পড়ুন: সাতক্ষীরা সীমান্তে হেরোইন ও এলএসডি জব্দ, সাবেক ইউপি সদস্য আটক
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে মামলা