সাতক্ষীরার কলারোয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (৩৩ বিজিবি) অভিযানে চালিয়ে এক কেজি হেরোইন ও চার বোতল ভারতীয় এলএসডি (লাইসার্জিক এসিড ডাইথ্যালামাইড) জব্দ করেছে। এসময় এক সাবেক ইউপি সদস্যকে আটকের দাবি করেছে বিজিবি।
সোমবার (৫ জুন) দিবাগত রাতে উপজেলার মাদরা সীমান্তের চান্দা নামক স্থান থেকে তাকে আটক করা হয়।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় নাশকতার মামলায় বিএনপি-যুবদলের ২১ নেতাকর্মী গ্রেপ্তার
আটক মো. হাসানুজ্জামান (৪০) কলারোয়া উপজেলার সোনা বাড়িয়া ইউনিয়নের চান্দা গ্রামের কিসমত আলীর ছেলে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে কলারোয়া উপজেলার মাদরা সীমান্ত দিয়ে এলএসডির একটি বড় চালান ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করবে। এরপর বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়।
এসময় মাদরা সীমান্তের চান্দা নামক স্থান থেকে চার বোতল এলএসডি মাদক ও এক কেজি হেরোইনসহ হাসানুজ্জামানকে আটক করে তারা।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে কলারোয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের জন্য প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: চট্টগ্রাম বিমানবন্দরে স্বর্ণ জব্দ, দুবাইফেরত যুবক আটক