ময়মনসিংহের ভালুকায় ফ্যানের সঙ্গে শাড়িতে ঝুলন্ত অবস্থায় স্বামী ও স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় উপজেলার জমিরদিয়া মাষ্টারবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে।
মৃতরা হলেন- সাগর ইসলাম (২২) এবং তার স্ত্রী নূপুর (১৯)। সাগরের বাড়ি দিনাজপুরের বিরল উপজেলায় ও নূপুরের বাড়ি নেত্রকোনার মদন উপজেলায়। তারা স্থানীয় ক্রাউন ফেক্টরির শ্রমিক বলে জানা গেছে।
আরও পড়ুন: মেহেরপুরে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার
স্থানীয়রা জানায়, প্রেম করে বিয়ে করেছিলেন পোশাক শ্রমিক সাগর ইসলাম ও নূপুর বেগম। কিন্তু তাদের প্রেমের বিয়ে মেনে নিতে পারেনি পরিবার। তারা ময়মনসিংহের ভালুকায় একটি ভাড়া বাসায় থেকে দুজনে পোশাক কারখানায় কাজ করতেন। বুধবার একই সঙ্গে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবীর বলেন, ‘স্বামী-স্ত্রী দুজনে পোশাক কারখানায় কাজ করতেন। তারা প্রেম করে বিয়ে করলেও পরিবার তা মানতে পারেনি। বুধবার প্রতিবেশীরা দুজনকে ফ্যানে ঝুলন্ত অবস্থায় দেখে রাত ৯টার দিকে পুলিশকে খবর দেয়। আমরা রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। দুটি লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।’
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এখনও কোনো আলামত পাওয়া যায়নি।