চাঁদপুর, ৩১ আগস্ট (ইউএনবি)- চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় শুক্রবার মাদরাসার তিন শিক্ষার্থীর মৃত্যু ব্যাটারির বিষাক্ত গ্যাসে হয়েছে বলে ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছে।
জুমার নামাজের পর পূর্বকলাদী জামে মসজিদের পাশের একটি কক্ষ থেকে অচেতন অবস্থায় ভাঙ্গাপাড় মাদরাসার তিন শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। হাসপাতালে নেয়ার আগেই তাদের মধ্যে দুজন মারা যায়। আরেকজন হাসপাতালে নেয়ার কয়েক মিনিট পর মারা যায়।
চাঁদপুরের পুলিশ প্রধান জিহাদুল কবির জানান, কক্ষটি খুবই ছোট ছিল এবং কোনো জানালা ছিল না। কক্ষে থাকা আইপিএসের তিনটি ব্যাটারি থেকে বিষাক্ত গ্যাসের সৃষ্টি হয়।
বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়, বলেন তিনি।
মৃতরা হলেন-পূর্বকলাদী জামে মসজিদের ইমাম মাওলানা জামাল উদ্দিনের ছেলে আবদুল্লাহ আল নোমান (১০), ভাঙ্গাপাড় গ্রামের ইব্রাহিম (১০) ও নলুয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে রিফাত (৮)।