মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের ৭ জনসহ জেলায় নতুন করে রবিবার আরও ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে স্বাস্থ্য বিভাগের রবিবার ১৪ জনসহ ২৭ জন শনাক্ত হলো।
এছাড়া জেলায় ১৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, ১ মে পাঠানো ৬৬ জনেরই রিপোর্ট এসেছে। এছাড়া ৩০ এপ্রিলের অপেক্ষামান একজনসহ ৬৭ জনের প্রতিবেদনের মধ্যে ৫২ জনের পজেটিভ ও ১৫ জনের নেগেটিভ। বাকি পাঁচজন পজেটিভ এসেছে ফলোআপ রোগীর।
এছাড়া রবিবার সকালে ১১৮ জনের নমুনা নিপসমে পাঠানো হয়। তবে এখন আইইডিসিআর-এ অপেক্ষমান থাকা ২৮ এপ্রিলের রিপোর্ট এসে পৌঁছেনি।
জেলায় এপর্যন্ত নমুনা পঠানো হলো ৯৪৬টি। ৭৬৬টির রিপোর্ট পাওয়া গেছে বলে জানান এই সিভিল সার্জন।