মুন্সীগঞ্জ, ১৯ সেপ্টেম্বর (ইউএনবি)- মুন্সীগঞ্জের সিরাজদিখানে মামির হাতে ভাগনি খুন হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
এ ঘটনায় মামা আবু তাহের ও মামি রহিমা বেগম পলাতক রয়েছেন।
গত ১৩ সেপ্টেম্বরের ঘটনায় আহত তাসনিম আক্তার নিপা (১৭) বুধবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি রোমেলা বেগমের মেয়ে এবং উপজেলার মধ্যপাড়া আলিয়া মাদরাসার দাখিল পরীক্ষার্থী ছিলেন।
সিরাজদিখান থানার ওসি (তদন্ত) কাজী রমজানুল জানান, পূর্ব শত্রুতার জেরে গত ১৩ সেপ্টেম্বর নিপার মা রোমেলা বেগমকে মারধর করে রহিমা আক্তার ও তার স্বামী আবু তাহেরসহ কয়েকজন। এ সময় নিপা তার মাকে রক্ষা করতে গেলে তার মামি কাপড় কাটার কাঁচি দিয়ে নিপার পেটে আঘাত করে।
এ ঘটনায় প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে বুধবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় নিপা মারা যায়।