মঙ্গলবার সকালে অভিযান চলাকালে এক ব্যক্তিকে আটকও করেছে নৌ পুলিশ।
মাওয়া নৌ পুলিশ ফাঁড়ি পরিদর্শক সিরাজুল কবির জানান, সকাল ৭টার দিকে মাওয়া চৌরাস্তার কাছে অভিযান চালিয়ে ঢাকামুখী তিনটি পিকাপভ্যানে তল্লাশী চালিয়ে প্রায় ৬০ মন জাটকা উদ্ধার করা হয়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ভ্যানে থাকা ৫-৬ জন পালিয়ে গেলেও একজন চালককে আটক করতে সক্ষম হয় নৌ-পুলিশ।
পরে লৌহজং উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মু. রাশেদুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. ইদ্রিস তালুকদার।
ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট মু. রাশেদুজ্জামান জানান, পিকাপভ্যানে ৬০ মণ জাটকাসহ অন্যান্য মাছও ছিল। মাছগুলো গরীরদের মাঝে বিলি করে দেয়া হয়েছে।
আটককৃত চালককে ছেড়ে দিলেও পিকাপভ্যান তিনটির মালিকদের তলব করা হয়েছে বলে জানান তিনি।