মেহেরপুর সরকারি কলেজের পেছন থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত (আনুমানিক বয়স ৫০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ।
রবিবার (২০ অক্টোবর) দুপুর ২টায় মেহেরপুর সরকারি কলেজের পেছনের আমবাগানের মাঝখানে একটি আমগাছের ডালের সঙ্গে ঝোলানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়দের ধারণা ৪ থেকে ৫ দিন আগে মারা গেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গলায় রশি পেঁচিয়ে আম গাছের একটি ডালের সঙ্গে ঝোলানো অবস্থায় দেখা যায়। তার পরা লুঙ্গিটিও গলায় জড়ানো ছিল। ধারণা করা যাচ্ছে তাকে হত্যা করে আমগাছের ডালের সঙ্গে রেখে গেছে দুর্বৃত্তরা। পূজার টানা কয়েকদিনের ছুটি শেষে রবিবার কলেজটি খোলা হয়েছে। এই ক’দিন নির্জন থাকায় এই ঘটনা ঘটতে পারে।
তার শরীরের অসংখ্য পোকা লাগায় চেনার কোনো অবস্থা নেই বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
আরও পড়ুন: রাজশাহীতে কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ বারী এই তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, দুপুরের দিকে মেহেরপুর সরকারি কলেজের পেছনের আমবাগান থেকে উৎকট দুর্গন্ধ বের হলে মানুষজন সেখানে যায়। পরে বাগানের মাঝখানের একটি আম গাছের একটি ডালের সাথে রশির সাথে ঝোলানো অর্ধবসা অবস্থায় মরদেহ দেখে আমাদের খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে সুরোতহাল শেষে মেহেরপুর ২৫০ শয্য বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা এখনি কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্ত রিপোর্ট শেষে বলা যাবে।