মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও শিশুকন্যার মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কাজীপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা গ্রাম থেকে লাশ দু’টি উদ্ধার করে পুলিশ।
মৃত তাছলিমা খাতুন (২৭) ও তার শিশুকন্যা মাহি খাতুন (১) একই গ্রামের পশ্চিম (পুরাতন) পাড়ার মিন্টু চৌধুরীর স্ত্রী ও কন্যা।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে তাছলিমা ও তার মেয়ে মাহির লাশ বিদ্যুতের তারে জড়িয়ে থাকা অবস্থায় দেখতে পান তাছলিমার শ্বাশুড়ি। বিষয়টি প্রতিবেশিদের জানান তিনি। তারা ছুটে এসে দেখে মা ও মেয়ের লাশ পড়ে আছে।
আরও পড়ুন: নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে ২ শিশুর মৃত্যু
এ বিষয়ে তাছলিমার স্বামীর আত্মীয়-স্বজনরা জানান, বিদ্যুতের সংযোগ থেকে ব্যাটারিচালিত রিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও তার কোলে থাকা মেয়ের মৃত্যু হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ধারণা করা হচ্ছে, বিদ্যুতের সংযোগ শরীর স্পর্শ করার কারণে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। তবে তদন্ত শেষে প্রকৃত ঘটনা বলা সম্ভব হবে।
আরও পড়ুন: রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু