নীলফামারী সদরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার চড়াইখোলা ইউনিয়নের পশ্চিম কুচিয়ারমোড় দোলাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিমা আক্তার (৯) ওই গ্রামের এন্তাজুল ইসলামের মেয়ে এবং আরিফ হোসেন (৭) একই গ্রামের এনামুল হকের ছেলে। তারা সম্পর্কে চাচাত ভাই-বোন।
পুলিশ জানায়, রবিবার দুপুরে পরিবারের সদস্যদের অনুপস্থিতে বাড়ির উঠানে খেলছিল ওই দুই শিশু। এ সময় বিদ্যুতের তার ছিঁড়ে টিনের ঘরের চালে পড়লে ওই ঘরের টিনের বেড়াসহ বিদ্যুতায়িত হয়। শিশু লিমা খেলার ছলে ওই টিনের বেড়া স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে গিয়ে শিশু আরিফও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু
এলাকাবাসীর ধারণা বিদ্যুৎ সংযোগে নিম্নমানের জোড়া লাগানো তার ব্যবহার করায় প্রচণ্ড তাপে সেটি ঘরের চালে ছিঁড়ে পড়ে।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পরিবারের অভিযোগ না থাকায় স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে ওই দুই শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলেও জানান ওসি।