মৃত খসরুল আলম খসরু (৩৫) গাংনী উপজেলার কাজীপুর গ্রামের হালসানা পাড়ার উকিল উদ্দীনের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মো. খবির উদ্দীন জানান, খসরুল প্রতিদিনের মতো সীমান্ত এলাকায় জমিতে কাজ করছিলেন। এ সময় বিষধর সাপ তার পায়ে কামড় দিলে তিনি অসুস্থ হয়ে পড়েন কিন্তু বিষয়টি প্রথমে পরিবারের সদস্যদের কাছে গোপন করেন। সেই সাথে তার বিরুদ্ধে মাদকের মামলা থাকায় তিনি ভয়ে হাসপাতালেও যাননি।
খবির উদ্দীন আরও জানান, রাত গভীর হওয়ার সাথে সাথে অসুস্থতাও বাড়তে থাকায় এক পর্যায়ে সাপের কামড়ের বিষয়টি পরিবারের সদস্যদের জানান খসরু। পরে একজন ওঝাকে দিয়ে বিষ নামানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।
গাংনী থানার ওসি (তদন্ত) সাজেদুর রহমান বলেন, ‘একটি ফেনসিডিল মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন খসরুল আলম। তার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’