যশোর, ২৬ সেপ্টেম্বর (ইউএনবি)- যশোর জেলা শহরে পাওনাদারের টাকা ফেরত দিতে না পারায় রনজিত (৪৮) নামে এক ব্যবসায়ী গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন।
বুধবার গভীর রাতে পূর্ব বারান্দীপাড়ার নাথপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানায় পুলিশ। পেশায় কাঁচামাল ব্যবসায়ী রনজিত পূর্ব বারান্দীপাড়ার নাথপাড়া এলাকার রমনী হালদারের ছেলে।
কোতয়ালি মডেল থানার ওসি মোহাম্মাদ মনিরুজ্জামান জানান, রনজিত হালদার যশোর শহরে কাঁচামাল কেনাবেচা করে। কাঁচামালের ব্যবসা করতে গিয়ে তিনি বিভিন্ন মানুষের কাছ থেকে ধার দেনা করেন। পাওনাদারদের টাকা ফেরত দিতে না পেরে বুধবার গভীর রাতে নিজ ঘরের আড়ার সাথে গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করেন রনজিত।
বৃহস্পতিবার সকালে বাড়ির লোকজন তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান ওসি।