আত্মহত্যা
বরিশালে স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যা
বরিশাল সদর উপজেলার কর্ণকাঠী এলাকায় পিতা-মাতার অত্যাচার থেকে রক্ষায় স্ত্রীকে হত্যা করে স্বামী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (১৪ এপ্রিল) দুপুরে নিহতদের লাশ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতরা হচ্ছেন অটোচালক রাহাত ও তার স্ত্রী লামিয়া। এক বছর পূর্বে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, রাহাত ও লামিয়ার মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব ছিল না। তবে শ্বশুড়-শাশুড়ির সঙ্গে লামিয়ার দ্বন্দ্ব লেগেই থাকতো। এ কারণে লামিয়ার উপর শ্বশুড়-শাশুড়ি নির্যাতন চালাতো। এমনকি তারা দুইজনই তার গায়ে হাত তুলতো বলে অভিযোগ পাওয়া গেছে।
এসব বিষয় নিয়ে সালিশী হলেও শ্বশুড়-শাশুড়ি কারণে-অকারণে তাদের নির্যাতন চালিয়ে আসছিল। পিতামাতা হওয়ায় রাহাতও তাদের কিছু বলতে পারতো না। সকলের ধারণা এসব বিষয় নিয়ে দ্বন্দ্বের জের ধরে রাহাত তার স্ত্রীকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছে।
আরও পড়ুন: চট্টগ্রামে প্রাইভেটকার থামিয়ে গুলি করে দুজনকে হত্যা
আজ সকালে কক্ষের দরজা না খোলায় গ্রামবাসী এসে দরজা ভেঙ্গে বিছানার উপর লামিয়া এবং ফ্যানের সঙ্গে রাহাতের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, পারিবারিক বিরোধের জের ধরেই এমন ঘটনাটি ঘটেছে। তবে তদন্ত ছাড়া নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট ও তদন্তের ভিত্তিতে দোষীদের আইনের আওতায় আনা হবে।
২ দিন আগে
সিলেটে বাসার বারান্দা থেকে লাফ দিয়ে এক নারীর আত্মহত্যা
সিলেট নগরীর আম্বরখানা এলাকায় ছয়তলা ভবনের নিজ বারান্দা থেকে লাফ দিয়ে সাবিহা সুলতানা (৩৭) নামের এক নারী আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। সকাল সাড়ে ১০টায় ফায়ার সার্ভিসের সহযোগিতায় পুলিশ লাশ উদ্ধার করেছে।
সাবিহা সুনামগঞ্জ সদর থানার ষোলঘর কলোনি রোড এলাকার মৃত মহি উদ্দিন আহমদের মেয়ে। তিনি বিবাহিত, তার ১০ বছরের এক সন্তানও রয়েছে।
বাবার পরিবারের সঙ্গে সিলেট মহানগরের আম্বরখানা এলাকার শুভেচ্ছা-৮ নম্বর বাসার ৬ তলার একটি ফ্ল্যাটে থাকতেন সাবিহা। নিহতের স্বামী মো. ফয়সাল ইমাম বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে চাকরি করেন।
পুলিশ জানায়, খবর পেয়ে তাদের একটি টিম ঘটনাস্থলে গিয়ে বাসার সিসিটিভি ক্যামেরার ফুটেজে বিশ্লেষণ করে দেখেন, সাবিহা নিজ বাসার বারান্দা থেকে লাফ দিয়ে পার্শ্ববর্তী ৩ তলা বাসার দ্বিতীয় তলার কার্নিশে আটকে থাকেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা কার্নিশ থেকে লাশ উদ্ধার করে।
সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, ‘আপাতত এটাকে আত্মহত্যা বলেই মনে হচ্ছে, তারপরও আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
১৫ দিন আগে
সিলেটে গায়ে আগুন লাগিয়ে যুবকের আত্মহত্যা
সিলেটের বিয়ানীবাজারে নিজের গায়ে নিজেই আগুন লাগিয়ে আফজল হোসেন (২৪) নামের এক যুবকের আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (১৫ মার্চ) ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আফজল উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের উত্তর আকাখাজনা গ্রামের ছরফর আলীর ছেলে। আফজল মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছে তার স্বজনরা।
নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, শুক্রবার দোকান থেকে পেট্রোল কিনে নিয়ে লুকিয়ে রাখেন আফজল। এরপর রাতে কোনো একসময় নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন তিনি।
আরও পড়ুন: জাতিসংঘ মহাসচিবের ইফতার মাহফিলে পদপিষ্ট হয়ে ১ রোহিঙ্গা নিহত
পরিবারের লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। তবে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উজ্জামান বলেন, ‘ঘটনাটির ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।’
৩২ দিন আগে
আত্মহত্যার ঘটনাটি বিভ্রান্তিমূলকভাবে ছড়ানো হয়েছে: প্যানারোমা কর্তৃপক্ষ
গাজীপুরে প্যানারোমা অ্যাপারেলস লিমিটেড কারখানায় এক নারী শ্রমিক পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যার ঘটনাটি বিভ্রান্তিমূলকভাবে ছড়িয়ে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ করা হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৪ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানিয়েছে প্যানারোমা অ্যাপারেলস লিমিটেড কর্তৃপক্ষ।
বিবৃতিতে ওই নারী শ্রমিকের মৃত্যুতে শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি ঘটনার সঠিক তদন্তে তাদের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানানো হয়েছে। এছাড়া প্রয়োজনীয় ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীকে সম্পূর্ণ সহযোগিতা করতে কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।
তবে ছুটি মঞ্জুর না করার কারণে ওই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে বিবৃতিতে দাবি করেছে প্যানারোমা কর্তৃপক্ষ। শুধু তা-ই নয়, ঘটনাটির তদন্ত চলমান রয়েছে উল্লেখ করে বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন: গাজীপুরে ছুটি না পেয়ে অসুস্থ শ্রমিকের মৃত্যুর অভিযোগ, যানবাহনে আগুন
প্রসঙ্গত, গত রবিবার (২ মার্চ) আফছানা আক্তার (২৯) নামে প্যানারোমা অ্যাপারেলস লিমিটেডের সুইং শাখার এক জুনিয়র অপারেটর বেলা দেড়টার দিকে ওই কারখানার ছাদ থেকে পড়ে নিহত হন। এ ঘটনায় নিহতের মা নাজমা বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানায় আফছানার স্বামী হৃদয় খান ওরফে মল্লিক মিয়াকে (৩০) আসামি করে মামলা করেন।
মল্লিক মিয়া বিভিন্ন সময় আফছানাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন বলে মামলায় উল্লেখ করা হয়।
নিহত আফছানা ২ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। শারীরিক দূর্বলতার কারণে তিনি চাকরি না করার কথা জানালে তার স্বামীর সঙ্গে অশান্তি শুরু হয়। এরপর তাকে মারধর করা হয় বলেও মামলার বিবরণীতে উল্লেখ করে বলা হয়েছে, স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরেই কারখানার ছাদ থেকে লাফ দিয়ে ওই নারী (আফছানা) আত্মহত্যা করেছেন।
পুলিশ জানায়, বাসন থানা পুলিশকে খবর দেওয়ার পর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করার পর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে, ঘটনার পরদিন গতকাল (সোমবার) সকালে আফছানার মৃত্যুকে কেন্দ্র করে প্যানোরামা অ্যাপারেলসের দিকে অভিযোগের আঙুল তুলে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কারখানার শ্রমিকরা। তাদের অভিযোগ ছিল, আফছানা আক্তার অসুস্থ হয়ে কারখানা থেকে ছুটি না পেয়ে আত্মহত্যা করেছেন।
বিক্ষোভের একপর্যায়ে কয়েকটি মোটরসাইকেল, একটি প্রাইভেটকার ও কারখানার ওয়েস্টেজ মালামালের গুদামে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক করেন।
৪৩ দিন আগে
সুইসাইড নোট লিখে স্কুলছাত্রীর ‘আত্মহত্যা’
সুইসাইড নোট লিখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর আত্মহত্যা করার অভিযোগ উঠেছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) রাণীশংকৈল উপজেলার মীরডাঙ্গী হাট-সংলগ্ন দিঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাবানা আক্তার (১৪) মীরডাঙ্গী দিঘিরপাড় গুচ্ছ গ্রামের রফিকুল ইসলামের মেয়ে ও মীরডাঙ্গী বিএমএস বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।
ঘটনাস্থল পরিদর্শন ও সুইসাইড নোট পরীক্ষা করে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক বলেন, ‘ধারণা করা হচ্ছে, মানসিক চাপে ভুগছিল শাবানা। ঘটনার দিন দুপুরে তার বাবা-মা বাড়ির বাইরে মাঠে কাজ করতে যান। এ সময় সবার অগোচরে তার শোয়ার ঘরের সিলিংয়ে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে। পরে প্রতিবেশি এক নারী ওই ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় তার চিৎকারে আশ পাশের লোকজন ছুটে আসে। তারপর খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। এ সময় মরদেহ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়।’
আরও পড়ুন: হবিগঞ্জে দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা
এতে লেখা ছিল— ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, এর জন্য আমি নিজেই দায়ী। আমার জন্য সবাই দোয়া করবেন।’
নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি আরশেদুল হক।
৫২ দিন আগে
হবিগঞ্জে দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা
হবিগঞ্জের চুনারুঘাটে দাম্পত্য কলহের জেরে দুই শিশু সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর বাবার আত্মহত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে উপজেলার রাণীগাও ইউনিয়নের আতিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
নিহতরা হলেন— আতিকপুর গ্রামের আব্দুর রউফ (৩৫) এবং তার শিশু সন্তান খাদিজা আক্তার (৫) ও আয়েশা আক্তার (৩)।
স্থানীয়দের বরাত দিয়ে হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (মাধবপুর-চুনারুঘাট সার্কেল) এ কে এম সালিমুল হক জানান, আব্দুর রউফ ও তার স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। তিনি ঋণগ্রস্তও ছিলেন। গতরাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় আব্দুর রউফের। ঝগড়ার একপর্যায়ে কোলের সন্তানকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যান তার স্ত্রী। এরপর আব্দুর রউফ অপর দুই শিশু সন্তান খাদিজা ও আয়েশাকে বিষ খাওয়ানোর পর নিজেও বিষপান করেন।
আরও পড়ুন: আদালত ভবন থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা আসামির
বিষয়টি আঁচ করতে পেরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক।
এরপর আশঙ্কাজনক অবস্থায় আব্দুর রউফকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসক। সেখানে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মারা যান তিনিও।
আব্দুর রউফের ছোট ভাই সোহাগ মিয়া বলেন, আমরা পাশের ঘরে ঘুমাচ্ছিলাম। হঠাৎ চিৎকার-চেচামেচি শুনে গিয়ে দেখি আমার দুই ভাতিজি ও ভাই বিষ খেয়ে পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে তাদের আমরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ভাতিজিদের মৃত বলে ঘোষণা করেন।
তিনি জানান, আমার ভাই ও ভাবির মধ্যে দীর্ঘদিন ধরে নানা বিষয় নিয়ে ঝগড়া লেগেই থাকত।
আরও পড়ুন: পল্লবীতে ২ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা
হবিগঞ্জ জেলা সদর ২৫০ শয্যা হাসাপাতালের মেডিকেল অফিসার ডা. সাফায়াতুল ইসলাম বলেন, ‘গতকাল রাত ১টার দিকে আব্দুর রউফ বিষাক্রান্ত অবস্থায় হাসপাতালে আসেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ (শুক্রবার) বেলা সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।’
৬১ দিন আগে
যৌন নিপীড়নের ২০ বছর পর ১০ বছরের কারাদণ্ড
নাটোরে শিশুকে যৌন নিপীড়ন ও আত্মহত্যায় প্ররোচিত করার প্রায় ২০ বছর পর কাজেম আলী ও আতিকুর রহমান নামে দুই ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন। একইসঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
আরও পড়ুন: অর্থ আত্মসাত: ডেসটিনির রফিকুল আমীনসহ ১৯ জনের ১২ বছরের কারাদণ্ড
বিশেষ সরকারি কৌসুঁলি (পিপি) আব্দুল কাদের মিয়া বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা করলে প্রয়োজনীয় তথ্যপ্রমাণ ও শুনানি শেষে বিচারক প্রায় ২০ বছর পর আজ (রবিবার) এ রায় দেন।’
২০০৫ সালের ১৮ মার্চ নাটোর সদর উপজেলার মাঝদিঘা শীবপুর গ্রামে ১১ বছর বয়সী রিপা খাতুন শিউলি নামে এক শিশু বাড়ির পাশে ভেড়া চরাতে গেলে প্রতিবেশী আতিকুর ও কাজেম তাকে যৌন নিপীড়ন করেন। এরপর লজ্জায় বাড়ি ফিরে শিশুটি কীটনাশক পানে আত্মহত্যা করে।
৮৭ দিন আগে
ছোট ২ ভাইয়ের পর বড় ভাইয়েরও আত্মহত্যা
নারায়ণগঞ্জের ফতুল্লায় ছোটো দুই ভাইয়ের পর একইভাবে আত্মঘাতী হলেন বড় ভাই মো. জুয়েল। পারিবারিক কলহের জেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি।
শুক্রবার (১৭ জানুয়ারি) দাপা ইদ্রাকপুর রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মো. জুয়েল বুয়েটের ওয়ার্কশপে চাকরি করতেন। তিনি দাপা এলাকার আব্দুল আজিজের ছেলে। সংসারে দুটি শিশু ছেলে রয়েছে তার।
এর আগে, পারিবারিক কলহের কারণেই ২০০৫ সালে রুবেল ও ২০১৮ আত্মহত্যা করেন তার ছোট ভাই সাকিব।
আরও পড়ুন: ময়মনসিংহে অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ
স্থানীয়রা জানান, শনিবার জমি সংক্রান্ত বিষয়ে বাবা ও বড় বোনের সঙ্গে জুয়েলের কথা-কাটাকাটি হয়। পরিবার থেকে জমির জন্য টাকা দিতে অস্বীকৃতি জানালে জুয়েল ঘরের চালের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, ঘটনাটি আইনি প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
৮৮ দিন আগে
ব্রাহ্মণবাড়িয়ায় বিষপানে ২ শিশুসহ মায়ের ‘আত্মহত্যা’
ব্রাহ্মণবাড়িয়ায় দুই শিশু সন্তানসহ এক নারী বিষপান করে আত্মহত্যার অভিযোগ উঠেছে। তবে কী কারণে তারা মৃত্যুবরণ করেছেন তা জানা যায়নি।
বুধবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা সরকার বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঘাটুরা সরকার বাড়ি এলাকার শারমিন আক্তার এবং তার দুই মেয়ে রওজা ও নওরিন।
আরও পড়ুন: সিলেট কারাগারে গলায় লুঙ্গি পেঁচিয়ে হাজতির আত্মহত্যা
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রিয়াজ উদ্দিন মিতুল বলেন, ‘বিষ খাওয়া অবস্থায় এক নারীকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। কিছু সময় পর দুই শিশুকে আনা হয়, তাদের পরীক্ষা করে মৃত পাওয়া যায়। কিছুক্ষণ পর মাও মারা যান।’
হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত কর্মচারীরা জানান, স্ত্রী ও দুই শিশুকে নিয়ে আশরাফ নামের এক ব্যক্তি হাসপাতালে আসেন। তিনি জানান, স্ত্রী তার দুই শিশুকে বিষপান করিয়ে নিজে বিষপান করেন।
তবে কী কারণে এই ঘটনা ঘটেছে, তা নিহতের স্বজনরা বলতে পারেননি বলে জানান জরুরি বিভাগে দায়িত্বরতরা। তিনজনের মৃত্যুর খবর শুনে স্বামীসহ তার স্বজনরা হাসপাতাল থেকে পালিয়ে যান।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মামুনুর রশীদ বলেন, ‘আমরা হাসপাতালে এসেছি। তারা বিষপান করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে এই ঘটনা ঘটেছে তা জানা যায়নি।’
আরও পড়ুন: সিরাজগঞ্জ জেলা কারাগারে হাজতির ‘আত্মহত্যা’
১৫৪ দিন আগে
সিরাজগঞ্জ জেলা কারাগারে হাজতির ‘আত্মহত্যা’
সিরাজগঞ্জ জেলা কারাগারে মেহেদী হাসান পাপ্পু (৩২) নামে এক হাজতির আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (৯ আগস্ট) সকালে এ ঘটনা ঘটনা ঘটে। পাপ্পু সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্দি মহল্লার আবুল হোসেনের ছেলে।
আরও পড়ুন: কোম্পানীগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা, স্বামী পলাতক
সিরাজগঞ্জ জেলা কারাগারের জেলার রেজা বলেন, ‘পাপ্পু মাদক ও মারামারির পৃথক ২টি মামলায় ১ বছর ২ মাস ধরে জেল হাজতে ছিল। শুক্রবার সকালের দিকে কারাগারের বাথরুমে গলায় লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাজতি ও কারারক্ষীরা উদ্ধার করেন।’
তিনি বলেন, ‘পরে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। তার লাশ ওই হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
আরও পড়ুন: সিলেট কারাগারে কয়েদির আত্মহত্যা
মাগুরায় বোনের বাসায় বেড়াতে গিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
২৫০ দিন আগে