যশোর, ২৯ আগস্ট (ইউএনবি)- যশোরে হাত-পাবিহীন এক নবজাতক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন সারজিনা খাতুন (২২) নামে এক নারী।
বুধবার সকাল ৮টায় শার্শার বাগআঁচড়া বাজারের জনসেবা ক্লিনিকে সিজার অপারেশনের মাধ্যমে এ প্রতিবন্ধী শিশুটির জন্ম হয়।
সারজিনা খাতুন শার্শা উপজেলার বসতপুর গ্রামের হাসেম আলীর স্ত্রী।
এ ব্যাপারে জনসেবা ক্লিনিকের মেডিকেল অফিসার ও নবজাতক শিশু বিষয়ে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত ডা. শহিদ হাসান জানান, এটি একটি জন্মগত ক্রটি। যার নাম কঞ্জেনিসাল লিম্ব ডিফেক্ট। কেন এমন হয় তার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। তবে জিনগত সমস্যা, কিছু কেমিক্যাল ভাইরাস এবং কিছু (টেরাটোজোনিক) ওষুধ যদি গর্ভাবস্থায় সেবন করা হয় তবে এমন বিকলাঙ্গ শিশুর জন্ম হতে পারে।
শিশুটির চিকিৎসা কী জানতে চাইলে তিনি জানান, এ ধরনের শিশুদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে হবে। কিছু ক্ষেত্রে কৃত্রিম হাত-পা ব্যবহার অথবা সার্জারির প্রয়োজন হতে পারে।